সত্যিকারের ভালোবাসা কি (What is true love) আকর্ষণ নাকি পবিত্র সম্পর্ক? তরুণ প্রজন্মের কথা এবং রম্য গল্প

সত্যিকারের ভালোবাসা কি

সত্যিকারের ভালোবাসা কি কেবল আকর্ষণ? বর্তমান প্রজন্মের প্রেম, ক্যারিয়ার এবং বাবা-মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্ব বুঝতে পড়ুন এই জীবনমুখী ব্লগটি।

সত্যিকারের ভালোবাসা কি What is true love

বর্তমান প্রজন্মের কাছে প্রেম মানেই কি আকর্ষণ? সত্যিকারের ভালোবাসা আসলে কী এবং বাবা-মায়ের ভালোবাসাই কেন শ্রেষ্ঠ। তা জানতে পড়ুন এই জীবনমুখী ব্লগটি।

আজকালকার জেনারেশনের মাঝে একটি বড় সমস্যা লক্ষ্য করা যায়। সবাই রিলেশনশিপের জন্য মরিয়া। তারা মনে করে এটাই তাদের “সত্যিকারের প্রেম”। কিন্তু বাস্তব কথা হলো, এই পৃথিবীতে গভীর ভালোবাসার সংখ্যা এখন খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে যা হচ্ছে, তা কেবল “অ্যাট্রাকশন” বা আকর্ষণ।

আরও একটু খোলামেলা বললে ‘ যৌন আকর্ষণ’। যখন কারও চেহারা, শারীরিক গঠন, কথা বলার ঢং পছন্দ হয়, তখন মুলত অবচেতন মন তার সাথে যৌন কর্মে মিলিত হতে চায়। শুরু হয় তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা।

আকর্ষণ বনাম ভালোবাসা

আকর্ষণ সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এই ক্ষণস্থায়ী আকর্ষণকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি। কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, তবে তা পরীক্ষা করার একটি সহজ উপায় আছে। তাকে বলুন আপনি অসুস্থ এবং আপনার হাতে বেশি সময় নেই। দেখবেন, অধিকাংশ মানুষ কোনো না কোনো অজুহাতে সরে দাঁড়াবে। কিন্তু আপনার বাবা-মাকে ঠিক একই কথা বলে দেখুন—প্রয়োজনে তারা আপনার জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দেবে। এটাই হলো “রিয়েল লাভ”

বাংলাদেশের সবচেয়ে আলোচিত পরকীয়া ‘ মুনির খুকু ‘। 

সত্যিকারের ভালোবাসা কি
সত্যিকারের ভালোবাসা কি

ক্যারিয়ার নাকি ক্ষণস্থায়ী সম্পর্ক?

স্কুল-কলেজের অ্যাফেয়ারগুলো অধিকাংশ সময় স্থায়ী হয় না। আপনার ক্যারিয়ার নষ্ট করে এসবের পেছনে ছোটা মানে নিজের জীবন ধ্বংস করা। মনে রাখবেন, নিজের পছন্দ করা সঙ্গী হয়তো আপনার জন্য “বেস্ট অপশন” হতে পারে। কিন্তু বাবা-মায়ের পছন্দ সবসময় “ইউনিক” হয়।

পৃথিবীর নিষ্ঠুর নিয়ম

কেউ আপনার অবস্থা জানতে চাইবে না, মানুষ আপনার আর্থিক অবস্থা জানবে। লোকে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সংখ্যা খুঁজবে না। তারা দেখবে আপনার যোগ্যতা এবং রোজগার। তাই বই এবং নিজের কাজকে ভালোবাসুন। এরা কখনো আপনাকে ধোঁকা দেবে না।

প্রকৃত সুখ কোথায়?

সুখ মানে কয়েকটা প্রেম করা নয়। প্রকৃত সুখ আপনি সেদিনই অনুভব করবেন, যেদিন আপনার প্রথম উপার্জনের টাকা বাবা-মায়ের হাতে তুলে দেবেন। সেদিন যখন তাদের চোখে খুশির জল দেখবেন। তখন বুঝবেন জীবনের সার্থকতা। আপনার বাবা-মায়ের চোখের আয়নায় আপনি সারাজীবন অমলিন থাকবেন। বেশ জ্ঞ্যান দিয়ে ফেললাম ! এবারে স্বামী স্ত্রীর সম্পর্কের মজার গল্প বলি। গল্পটি মুলত ভারতের বিখ্যাত লেখক খুশবন্ত সিংয়ের লেখা।

কেন মানুষ জনসমক্ষে পুরুষাঙ্গ দেখায় 

সত্যিকারের ভালোবাসা কি
সত্যিকারের ভালোবাসা কি

স্বামী স্ত্রীর কামনার গল্প 

তিন বন্ধু। এক হিন্দু, একজন মুসলিম এবং একজন শিখ। তারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় নিয়ে কথা বলছিল। তাদের আলোচনা ছিল তারা যখন স্ত্রী সঙ্গ কামনা করে তখন কি সঙ্কেত দেয়। আজম বলল, আমি একটি উপায় উদ্ভাবন করেছি। আমি বলি বউ, ‘আজ তোমাকে নতুন বউয়ের মত লাগছে। সে বুঝে ফেলে আমি তাকে একান্তভাবে কামনা করছি।’

প্রদীপ বলল, ‘আমার উপায়ও প্রায় একই রকম। আমি তাকে বলি যে, বিয়ের দিন যে শাড়িটি পড়েছিলে, সেটাই কি আজকে পরবে ? তখনি সে বুঝে ফেলে।’

এবারে বান্তা সিং মুখ খুলল, ‘এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলার কি প্রয়োজন ? আমরা পাশাপাশি রুমে থাকি। আমি যখন আমার বিবিকে পেতে চাই, তখন ঘণ্টা বাজাই। সে আমার রুমে চলে আসে। ‘

বাহ, চমৎকার উপায় তো ! দুই বন্ধু মত প্রকাশ করল। ‘ কিন্ত তোমার স্ত্রী যখন তোমাকে চায় তখন সে কিভাবে যোগাযোগ করে ?’

ওর নিজস্ব উপায় আছে। শিখ উত্তর দিল ‘ সে আমাকে বলে, বান্তা সিং, তুমি তো আজ ঘণ্টা বাজালে না ?’

সেক্স এবং ভালোবাসা নিয়ে ইংরেজি শেখার ক্লাস দেখুন 

সত্যিকারের ভালোবাসা কি
সত্যিকারের ভালোবাসা কি

লেখক – সেলিম হোসেন – তাং – ০৬/০১/২০২৬ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *