নানা রকম চুলকানি এবং কাক: লোকবিশ্বাস ও মজার কুসংস্কার
ইদানিং টাকা-পয়সা নিয়ে সমাজে বেশ হইচই চলছে। ছোট ছোট মানুষের বড় বড় অংকের টাকা—এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূল ধারার মিডিয়া পর্যন্ত সবাই “চুলকাচ্ছে” (অর্থাৎ তীব্র আগ্রহ নিয়ে আলোচনা করছে)। টাকা আমাদের জীবনে যেমন আকর্ষণীয় তেমনি অপরিহার্য। আর এই টাকা, ভাগ্য ও ভবিষ্যৎ নিয়েই প্রচলিত আছে নানান বিশ্বাস ও কুসংস্কার।
হাত, কান ও নাক চুলকানো নিয়ে লোকবিশ্বাস
শারীরিক চুলকানি সবসময়ই অস্বস্তিকর। তবে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে এই চুলকানিকে ভবিষ্যত বা ভাগ্যের আগাম বার্তা হিসেবে দেখা হয়।
১. হাতের তালুর চুলকানি: টাকা আসবে নাকি খরচ হবে?
ডান হাতের তালু চুলকালে টাকা আসে—এটি আমাদের সমাজে প্রচলিত একটি জনপ্রিয় ধারণা। আবার কেউ কেউ এর উল্টোটাও বিশ্বাস করেন; ডান হাতের তালু চুলকালে নাকি টাকা খরচ হয়ে যায়!
অন্যদিকে, ফ্রান্স এবং পর্তুগালের কিছু মানুষ মনে করেন:
-
ডান হাতের তালু চুলকালে: নতুন কারও সাথে পরিচয় হবে।
-
বাম হাতের তালু চুলকালে: অনেক টাকা আসবে।
বাদশা নামদার উপন্যাস টি থ্রিলার মুভিকেও হার মানায়।

২. কানের চুলকানি
আয়ারল্যান্ডের বাসিন্দাদের কাছে কান চুলকানো টাকা নয়, বরং কথা নিয়ে ইঙ্গিত দেয়। তাদের বিশ্বাস, যদি কারও কান চুলকায়, তবে কিছুক্ষণের মধ্যেই তার সাথে কেউ কথা বলবে। ল্যাঙ্কস্যায়ার (Lancashire) বাসীর ধারণা আবার অন্যরকম। হঠাৎ কান চুলকালে তারা মনে করেন, আশেপাশে কোথাও মারামারি বা ঝামেলা চলছে।
৩. নাকের চুলকানি
কান বা হাতের চেয়ে স্কটল্যান্ড বাসীর ধারণা নাকের চুলকানো নিয়ে বেশ মজার। তারা মনে করেন, “যদি কেউ বার বার নাক চুলকায়, তাহলে বুঝতে হবে পথে সে কাউকে বোকার মতো চুমু খেয়ে ফেলবে।”
৪. পায়ের গোড়ালির চুলকানি: ভালো না খারাপ লক্ষণ?
হাত চুলকানোর মতো পা চুলকানো নিয়েও অনেক কুসংস্কার আছে। নিউজিল্যান্ড এবং ফ্রান্সের অনেক মানুষের ধারণা:
-
বাম পায়ের গোড়ালি চুলকালে: এটি খারাপ লক্ষণ, যেকোনো সময় হাঁটতে গিয়ে পা ভেঙে যেতে পারে।
-
ডান পায়ের গোড়ালি চুলকালে: একটু পরেই কোথাও বেড়াতে যেতে হবে বা কোনো যাত্রা শুরু হবে।
স্ত্রীর কাছে স্বামীরা যেভাবে পুরুষাঙ্গ হারাচ্ছে।

স্বাস্থ্য টিপস: কুঁচকির চুলকানি (যখন কুসংস্কার নয়, প্রয়োজন যত্ন)
এই ভ্যাপসা গরমে কিছু মানুষ দুই কুঁচকিতে চুলকানি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন, যা যেকোনো সময় জ্বালাতন শুরু করতে পারে। তাদের জন্য স্বাস্থ্য পরামর্শ:
- আন্ডার ওয়্যার, প্যান্ট ভালোভাবে পরিষ্কার করবেন।
- এক আন্ডার ওয়্যার দুই দিনের বেশি ব্যবহার করবেন না।
- বিপদ বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছত্রাক-নাশক ক্রিম (যেমন Mycofree cream) দিনে তিনবার ব্যবহার করতে পারেন।
পড়ুন – সমাজে বাড়ছে পরকীয়া, কেন বাড়ছে জেনে নিন।

কাক দেখা নিয়ে আন্তর্জাতিক বিশ্বাস
চুলকানি ছাড়াও কাককে ভাগ্য, দুর্ভাগ্য, সুখ বা ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়। বিভিন্ন দেশে কাক দেখা নিয়েও প্রচলিত আছে নানান ধারণা।
১. একটি কাক (দুঃখের আগমন)
-
জার্মানি (মিউনিখ): পথে হাঁটছেন, হঠাৎ একটি কাক দেখলেন? মিউনিখের বাসিন্দাদের বিশ্বাস, আগামী দিনগুলোতে আপনার দুঃখ এবং কষ্টের শেষ থাকবে না।
২. দুটি বা তিনটি কাক (সুখ ও ভালোবাসা)
-
জার্মানি (মিউনিখ): একটি কাক দুঃখ আনলেও দুটি কাক একসাথে দেখা মানেই আগামী দিনগুলো সুখের হবে।
-
জাপান ও থাইল্যান্ড: মনের মধ্যে সুখের অনুভূতি আছে, এমন সময় একসাথে তিনটি কাকের দেখা পেলেন? তাদের বিশ্বাস, যাকে ভালোবাসেন তাকে অচিরেই বিয়ে করতে যাচ্ছেন।
নিজ সন্তানের কাছে প্রিয় হয়ে উঠুন। জেনে নিন উপায় গুলো।

৩. চার বা পাঁচটি কাক (সুসংবাদ ও ধনসম্পদ)
-
আয়ারল্যান্ড: একসাথে চারটা বা পাঁচটা কাক দেখলেন? এতে ঝামেলা বা দুঃখ আসবে না। বরং দারুন ভালো সংবাদ আছে। যারা বিয়ে করেছেন, তারা কিছুদিনের মধ্যেই বাবা-মা হতে যাচ্ছেন এবং হাতে আসবে অনেক অনেক টাকা।
৪. ছয়ের অধিক কাক (সমস্যা ও সৌভাগ্য)
-
হল্যান্ড: হল্যান্ডের কোনো কোনো এলাকার মানুষের ধারণা অন্যরকম। তাদের বিশ্বাস, একসাথে পাঁচটির বেশি, বিশেষ করে ছয়টি কাক দেখলে সমস্যার অন্ত নেই।
-
আফ্রিকান বিশ্বাস:
-
সাতটি কাক: সৌভাগ্য।
-
আটটি বা নয়টি কাক: সামনের দিনগুলোতে অনৈতিক পাপাচারের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হবে।
-
৫. এগারো বা বারোটি কাক (নতুন প্রেম)
-
সুইডিশ ধারণা: একসাথে এগারো বা বারোটি কাক দেখা মানেই নতুন করে প্রেমে পড়া, জীবনটা অন্যভাবে শুরু করা। চেষ্টা করে দেখুন একসাথে এতগুলো কাক দেখতে পান কিনা!
জেনে নিন – মেয়েদের যোনিতে চুলকানি হওয়ার কারন কি ? সমাধান কি ?

আপনার বন্ধু বা নিকটজনের চুলকানি সমস্যা থাকলে, অথবা যারা কুসংস্কার ভালোবাসেন, তাদেরকে পোস্টটি শেয়ার করে দিন। সেলিম হোসেন – ২৮/০৭/২০২৪ ইং বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি প্রতীকী।

