রাজনীতির ইঁদুর দৌড় ও সাধারণ মানুষের মৃত্যু: একটি রূপক উপাখ্যান।

রাজনীতির ইঁদুর দৌড়

জ্বলন্ত ট্রেন, অঙ্গার হওয়া শৈশব এবং রাজনীতির ইঁদুর দৌড়

সাম্প্রতিক সময়ে নাখালপাড়ায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে গেছে চারটি প্রাণ। গণমাধ্যমে আসা সেই ছবি আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিছে—যেখানে এক মা তার কোলের শিশুকে পরম মমতায় জড়িয়ে রেখেছিলেন, অথচ আগুনের লেলিহান শিখা তাদের কাউকেই রেহাই দেয়নি।

একজন মুক্তিযোদ্ধার কান্না ও বর্তমানের অস্থিরতা

মুক্তিযোদ্ধা আনোয়ার খাঁ (৭২) বরিশাল থেকে ছেলের বাসায় এসেছেন। এলিফ্যান্ট রোডের ফুটপাত ধরে হাঁটছেন তিনি, আর বারবার তার চোখ ভিজে উঠছে। স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও আজ আমাদের কেন ট্রেনের কামরায় মায়ের কোলে শিশুর অঙ্গার হওয়া লাশ দেখতে হচ্ছে?

বড় বড় নেতারা হুংকার দিচ্ছেন—কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা। এই রাজনৈতিক অস্থিরতা, নাশকতার দায় কার? আমাদের স্বাধীনতা কি তবে আজও কিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে?

পড়ুন – আবারও আগুন বেইলি রোডে রেস্টুরেন্টে। 

রাজনীতির ইঁদুর দৌড়
রাজনীতির ইঁদুর দৌড়

একটি রূপক গল্প: কাঁচের ইঁদুর ও জ্যান্ত মিছিল

হাঁটতে হাঁটতে আনোয়ার খাঁ ঢুকে পড়লেন একটি সুভ্যেনিরের দোকানে। সেখানে একটি কাঁচের তৈরি ইঁদুর তার পছন্দ হলো। সেলস গার্লটি জানালো এর একটি বিশেষ ম্যাজিক আছে, যার জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে। আনোয়ার সাহেব শুধু ইঁদুরটিই কিনলেন।

দোকান থেকে বেরিয়ে তিনি এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন:

  • তিনি দেখছেন, শত শত জ্যান্ত ইঁদুর তার পিছু নিয়েছে।

  • শহর জুড়ে ইঁদুরের মিছিল। বাসে উঠলেও রেহাই নেই, গাড়ির চাকার নিচে পিষ্ট হচ্ছে হাজার হাজার ইঁদুর।

  • অবশেষে সদরঘাটে পৌঁছে তিনি হাতে থাকা কাঁচের ইঁদুরটি বুড়িগঙ্গার পানিতে ছুঁড়ে মারলেন। সাথে সাথে সব জ্যান্ত ইঁদুরও ঝাপিয়ে পড়ল নদীতে।

পড়ুন – স্মরনকালের ভয়াবহ আগুন চকবাজারে। 

রাজনীতির ইঁদুর দৌড়
রাজনীতির ইঁদুর দৌড়

আসল ম্যাজিক কোথায়?

পরদিন আনোয়ার খাঁ আবারও সেই দোকানে গেলেন। সেলস গার্লটি রহস্যময় হাসি দিয়ে জিজ্ঞেস করল, “স্যার, আপনি কি তবে ম্যাজিকটি জানতে এসেছেন?”

আনোয়ার খাঁ ম্লান হেসে উত্তর দিলেন, “না মা, আমি শুধু জানতে এসেছি—আমাদের রাজনীতিবিদদের কি এমন কোনো সুভ্যেনির আছে? যা পানিতে ফেললে এই প্রতিহিংসা আর নাশকতার রাজনীতি চিরতরে বিদায় নেবে?”

পৃথিবীর সেরা সাপদের কাহিনি শুনুন। 

ট্রেনে আগুন

উপসংহার ও আপনার মতামত

ট্রেনে আগুন দিল কে? এই নাশকতায় কার লাভ? সাধারণ মানুষের প্রাণের কি তবে কোনো মূল্য নেই? আপনিও কি মনে করেন আমাদের রাজনীতিতে এখন সেই ‘ম্যাজিক’ দরকার যা সাধারণ মানুষকে এই বীভৎস মৃত্যু থেকে রক্ষা করবে?

আপনার মতামত কমেন্টে জানান।

লেখক: সেলিম হোসেন

তারিখ: ২০/১২/২০২৩

(ছবি কৃতজ্ঞতা: পেক্সেল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *