ভাইরাল হওয়ার নেশা ও ভয়াবহ পরিণতি: জীবন যখন ঝুঁকির মুখে

ভাইরাল হওয়ার নেশা

ভাইরাল হওয়ার নেশায় আমরা কি জীবনকে ঝুঁকির মুখে ফেলছি? টিকটক ও ইউটিউব ভিডিও করতে গিয়ে রত্না বা পেড্র রুইজের মতো অনেকেরই করুণ পরিণতি হয়েছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও এর ভয়াবহ ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানুন এই ব্লগে। 

ভাইরাল হওয়ার নেশা: জীবন যখন ঝুঁকির মুখে

সোশ্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি এখন সবার মুখে মুখে। রাতারাতি বিখ্যাত হওয়ার নেশায় মানুষ এমন সব কাণ্ড করছে, যা কখনো কখনো ডেকে আনছে চরম বিপর্যয়। লাইক, কমেন্ট আর শেয়ারের এই রঙিন দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ কিছু বাস্তব গল্প।

১. রঙিন চুলের আড়ালে বিষাদ: রত্নার গল্প

১৭ বছরের কিশোরী রত্না (ছদ্মনাম) স্বপ্ন দেখেছিল টিকটক তারকা হওয়ার। সে লক্ষ্য করল, অদ্ভুত কিছু করলে দ্রুত অনুসারী পাওয়া যায়। লেডি গাগার মতো চুলে নীল, লাল, সাদা—নানা রঙের রাসায়নিক ব্যবহার শুরু করল সে। ৬ মাস পর দেখা গেল, অনুসারী বাড়েনি ঠিকই, কিন্তু রাসায়নিক প্রতিক্রিয়ায় তার মাথার ত্বকে দগদগে ঘা হয়ে গেছে। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে তাকে ন্যাড়া হতে হয়েছে।

শিক্ষা: বাহ্যিক চাকচিক্যের চেয়ে সুস্থতা অনেক বেশি দামি।

কেন রাতে ঘুম হচ্ছে না, কোন অভ্যাস এর কারন ? 

ভাইরাল হওয়ার নেশা
ভাইরাল হওয়ার নেশা

২. মরণঘাতী এক্সপেরিমেন্ট ও সেলফি আতঙ্ক

করোনাকালে ভাইরাল হওয়ার জন্য কেউ জীবাণুনাশক খেয়ে অসুস্থ হয়েছেন, আবার কেউ শরীরে দাহ্য পদার্থ মেখে ভিডিও করতে গিয়ে দগ্ধ হয়েছেন। বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও কম নয়।

  • গবেষণা তথ্য: ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার-এর তথ্যমতে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে বিপজ্জনক সেলফি তুলতে গিয়ে বিশ্বে অন্তত ২৫৯ জন প্রাণ হারিয়েছেন।

ডিম নিয়ে নানান কথা, সাস্থ্য বিজ্ঞান কি বলে ? প্রতিদিন কয়টা খাবেন ?  

ভাইরাল হওয়ার নেশা
ভাইরাল হওয়ার নেশা

৩. ইউটিউব ভিডিও যখন কাল হলো: মোনালিসা ও পেড্র রুইজ

২০১৭ সালের ২৬ শে জুন, এক মর্মান্তিক ঘটনা ঘটে ইউটিউবার দম্পতি মোনালিসা ও পেড্র রুইজের জীবনে। ভাইরাল হওয়ার নেশায় রুইজ একটি অদ্ভুত পরিকল্পনা করেন। তিনি বুকের সামনে একটি মোটা বই ধরে মোনালিসাকে গুলি করতে বলেন, তার ধারণা ছিল বইটি গুলি আটকে দেবে। কিন্তু ১ ফুট দূর থেকে ছোড়া গুলি বই ভেদ করে রুইজের বুকে বিঁধে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার দায়ে মোনালিসাকে ৬ মাসের জেল খাটতে হয় এবং তার সাজানো সংসার তছনছ হয়ে যায়।

জীবনে সফল হতে প্রতিদিন কম বেশী মোটিভেশন দরকার। এই বইটি দারুন কাজে দিবে। 

ভাইরাল

পড়ুন –  ইউপি সচিবকে নিয়ে চেয়ারম্যানের মাদক সেবন, ভিডিও ভাইরাল।

৪. রেললাইনে ভিডিও শ্যুট: স্কুল ছাত্রের করুণ পরিণতি

গত ২ সেপ্টেম্বর ২০২৩, কলকাতার ইংরেজবাজারে নবম শ্রেণির ছাত্র মনোজ মণ্ডল রেললাইনের পাশে ভিডিও শ্যুট করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারায়। কিশোর বয়সের এই চপলতা একটি পরিবারের সব আনন্দ কেড়ে নিল।

ভাইরাল

৫. ব্যক্তিগত জীবন ও ট্রলের শিকার

বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর আয় করছেন ঠিকই, কিন্তু ভাইরাল হওয়ার নেশায় বিতর্কিত জায়গায় সাক্ষাৎকার দিয়ে বা উদ্ভট আচরণ করে ট্রল ও বুলিং-এর শিকার হচ্ছেন। এটি তাদের দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও সামাজিক সম্মানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

জেনে নিন – মন খারাপ, ডিপ্রেশন দূর করবেন যেভাবে। 

ভাইরাল

উপসংহার: নেশা না হোক বিনোদন

যারা নতুন কন্টেন্ট তৈরি করছেন, তাদের মনে রাখা উচিত—বিখ্যাত হওয়ার পথটি যেন বিপজ্জনক না হয়। লাইক, কমেন্ট আর শেয়ারের লোভ মাদকের নেশার মতোই ভয়াবহ। রাতারাতি বিখ্যাত হওয়ার চেয়ে মানসম্মত কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়াই প্রকৃত সফলতা।

মনে রাখবেন: আপনার জীবন একটি ভিডিও ক্লিপের চেয়ে অনেক বেশি মূল্যবান।

লেখক: সেলিম হোসেন

তারিখ: ০৭/১২/২০২৩

(ছবিগুলো প্রতীকী)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *