পর্ণগ্রাফি থেকে বাঁচার উপায়
২৯ সে আগস্ট ২০২৩ প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। তাতে করে পর্ণ আবারও আলোচনায় উঠে আসে। খুলনায় এক তরুন কে গ্রেফতার করা হয়। অনেকে চমকে উঠেন পর্নোগ্রাফি আর নগ্নছবির আসক্তির ধরন দেখে।
অনলাইনে আমেরিকার এক তরুণীর সাথে প্রেম হয় তরুনের। স্বভাবতই ভিডিও চ্যাটিং। কৌশলে কিশোরীর নগ্ন ছবি তুলে নিতেন ওই তরুণ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ২১ আগস্ট তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর ল্যাপটপে যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া ও কানাডার আরও ৩০ কিশোরী এবং তরুণীর পর্নো ছবি পাওয়া যায়। আটক হওয়ার পর এই তরুণ জানিয়েছেন, তিনি শুধুই নিজের শখ থেকে এসব ছবি সংগ্রহ করেন।
দাদি নানিদের মুখে শোনা গল্প ভুলে গেছেন ?

যৌন দুর্বলতা পর্ণগ্রাফি থেকে বাঁচার উপায়
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ও পর্নোগ্রাফিক ওয়েবসাইটের আয়ের হিসাব বলছে, ২০২২ সালে এই সেক্টরের বাজার ছিল ১ দশমিক ১ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা ১২ হাজার কোটি টাকার বেশি। গত পাঁচ বছরে এই বাজার সেখানে গড়ে ১৪ দশমিক ১ শতাংশ হারে বাড়ছে।
২০১৯ সালে গোটা ব্রিটেনে ১৮ থেকে ২৫ বছর বয়সী ছেলেমেয়েদের ওপর পরিচালিত একটি জরিপ থেকে জানা যায়, ৭৭ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ নারী জরিপে অংশ নেওয়ার আগের মাসেও পর্নো দেখেছেন। পশ্চিমেও নারী পুরুষের যৌনতায় পর্ণগ্রাফি থেকে প্রভাব পরেছে। সেখানকার নানান জরিপ দেখাচ্ছে তরুণদের যৌন সক্ষমতা কমে যাচ্ছে।
শৈশবের স্মৃতি কি আপনাকে নস্টালজিক করে দেয় ? বিখ্যাত লেখক খুসবন্ত সিং কেমন অনুভব করেন।

ডিভোর্স কি পর্ণগ্রাফি থেকে বাঁচার উপায়

পর্ণগ্রাফি আসক্তি থেকে মুক্তি

মুম্বাই শহরে পর্ণগ্রাফির গল্প !
শহরবাসীর উপর যৌন অভ্যাসের জরিপ পরিচালনা করেন একদল গবেষক। কয়েক বছর আগে। যখন মোবাইল ফোন আসেনি। অতএব সোশ্যাল মিডিয়ার তো প্রশ্নই ওঠে না। তবে সেই সময়ে বিনোদনের জায়গা হিসেবে মুম্বাইতে অনেক গুলো যৌন পল্লী ছিল। গবেষক গন বিভিন্ন প্রকারের ব্যবসায়ীদের সাক্ষ্যাতকার গ্রহন করেন।
তাদের বেশকিছু প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল – যৌন মিলন শেষ করার পরপরই আপনি কি করেন ? প্রশ্নের উত্তর গুলো ছিল চমৎকার। দশ শতাংশ উত্তর দেয় যৌন মিলন সেরেই তারা ঘুমিয়ে পড়েন। আরও দশ শতাংশের উত্তর ছিল, তারা নিজেদের ধৌত করে সামান্য কিছু খায় বা পান করে। যেমন – ফলের রস, পানি বা স্যান্ডউইচ।
পর্ণগ্রাফি থেকে মুক্তি পেতে একটি টেড টক ভিডিও দেখুন।

অবশিষ্ট আশি শতাংশ সরাসরি বলে না। তারা নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেয় ” যৌন কর্ম সেরে আমরা বাড়ি ফিরে যাই। ”
রমজান যেহেতু তিনটে পার হয়ে গিয়েছে। তারপরও বলব সময় আছে। আজ থেকেই শুরু করুন। যারা রোজা রাখেন না তারা রোজা রাখা শুরু করুন । পর্ণ দেখা বন্ধ করুন। আর যারা রোজা রাখেন কিন্ত ইফতারের পর পর্ণ দেখেন, তারা নিয়ত করুন আজ থেকে আর পর্ণ দেখবেন না।
পর্ণগ্রাফি থেকে মুক্ত থাকুন। সক্ষম পুরুষ থাকুন। বিয়ে করুন। স্বামী স্ত্রী সুখের জীবন উপভোগ করুন।
সেলিম হোসেন – ০৪/০৩/২০২৫ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেল থেকে নেয়া
Pingback: আত্মবিশ্বাস নিয়ে মানুষের সামনে কথা বলা, ১৬ টি কৌশল জানলেই সেরা বক্তা 16 speech giving techniques to become a better speaker - OVIZAT