পরকীয়া নিয়ে কিছু কথা, মনির খুকুর নিষিদ্ধ সম্পর্ক – ১ টি গল্প। Why are people affected by alienation? 1 alienation story.

পরকীয়া নিয়ে কিছু কথা

পরকীয়া নিয়ে কিছু কথা – মনির-খুকুর ঘটনা থেকে ডেসমন্ড মরিস পর্যন্ত

সেলিম হোসেন | ২২/০৯/২০২২ ইং

ভূমিকা: এক নীরব পারিবারিক বিপর্যয়

বর্তমানে পরকীয়া যেন আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে এক মহামারী আকার ধারণ করেছে। এই বিষাক্ত সম্পর্ক পরিবারগুলোতে বয়ে আনছে অশান্তির বাতাস, যা ডেকে আনছে বিচ্ছেদ ও বিপর্যয়। ঠিক কেন মানুষ তার বৈধ সম্পর্ক থাকা সত্ত্বেও এই ঝুঁকিপূর্ণ সম্পর্কে আকৃষ্ট হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব বাংলাদেশের একটি বহুল আলোচিত ঘটনা, বৈশ্বিক পরিসংখ্যান এবং কিছু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।

জেনে নিন – হাসির গল্প এভাবে বউকে বললে ……….

পরকীয়া নিয়ে কিছু কথা
পরকীয়া নিয়ে কিছু কথা

১. বাংলাদেশের বহুল আলোচিত পরকীয়া নিয়ে কিছু কথা

বাংলাদেশে পরকীয়া সংক্রান্ত মামলাগুলির মধ্যে অন্যতম আলোচিত ছিল মনির হোসেন, শারমিন ও হোসনে আরা খুকু-র ঘটনা।

ধনী ব্যবসায়ী মনির হোসেনের মা ছিলেন নামী ডাক্তার মেহেরুন্নিছা। ১৯৮৯ সালের ৯ এপ্রিল মনির তার নিজ স্ত্রী সারমিনকে (বিবিসি সংবাদ দাতা নিজাম উদ্দিন আহমেদের মেয়ে) হত্যার দায়ে অভিযুক্ত হন। তদন্তে বেরিয়ে আসে যে মনিরের দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল হোসনে আরা খুকুর সঙ্গে, যিনি বয়সে মনিরের চেয়ে বড় ছিলেন।

সেই সময় খবরের কাগজে এই ঘটনা নিয়মিত প্রকাশিত হতো। মানুষ গভীর আগ্রহ নিয়ে মনির, সারমিন ও খুকু সম্পর্কিত খবর পড়তেন। ১৯৯০ সালের ২১ মে বিচারে মনির ও খুকুর ফাঁসির আদেশ হয়। পরে আপিলে খুকুর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হলেও, ১৯৯৩ সালে মনিরের ফাঁসি কার্যকর হয়। এই ঘটনা সমাজের বুকে পরকীয়ার ভয়াবহ পরিণতির এক গভীর ছাপ রেখে গেছে।

পরকীয়া মানে কি ? কেন মানুষ পরকীয়া করে। 

পরকীয়া নিয়ে কিছু কথা
পরকীয়া নিয়ে কিছু কথা

২.পরকীয়া নিয়ে কিছু কথা -পরকীয়ায় শীর্ষ দেশ ও পেশা

ডেটিং অ্যাপ অ্যাশলে ম্যাডিসন কর্তৃক পরিচালিত এক গবেষণায় পরকীয়া প্রবণতায় শীর্ষ দেশগুলোর একটি তালিকা প্রকাশিত হয়। জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে এসব দেশের মানুষজন নতুন নতুন রোমাঞ্চের খোঁজে থাকতে পছন্দ করে বলে ধারণা করা হয়।

ক্রম

দেশ

প্রবণতা

আয়ারল্যান্ড

প্রতি ৫ জন বাসিন্দার মধ্যে একজন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান (প্রায় ২০%)।

জার্মানি

প্রায় ১৩ শতাংশ নাগরিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।

কলম্বিয়া

শ্রেণিবৈষম্য ও মিশ্র সংস্কৃতির এই দেশে পরকীয়া সম্পর্ক জনপ্রিয়।

যে ১০ পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়া করেন:

গবেষণায় দেখা যায়, ১০ ধরনের পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় আক্রান্ত হন। এর মধ্যে সবার ওপরে আছেন সামাজিক কাজে যুক্ত ব্যক্তিরা। এরপর ক্রমান্বয়ে রয়েছে—

  • সামাজিক কাজ (Social Work)শিল্প ও বিনোদন শিল্পের লোকজন (Arts & Entertainment)
  • শিক্ষাক্ষেত্র (Education)
  • আইন পেশার মানুষ (Legal Profession)
  • মিডিয়া ব্যক্তিত্ব (Media)
  • চিকিৎসা ক্ষেত্র (Medical)
  • মার্কেটিং (Marketing)
  • সাংবাদিকতা (Journalism)
  • ফিন্যান্সের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব (Finance)
  • উচ্চবিত্ত ব্যবসায়ী (Executives)
  • তবে এই গবেষণায় পরকীয়ায় আক্রান্ত শীর্ষ দেশের তালিকায় রাজনীতিবিদরা ছিলেন না।

জেনে নিন – কেন এত ডিভোর্সের ছড়াছড়ি। 

পরকীয়া নিয়ে কিছু কথা
পরকীয়া নিয়ে কিছু কথা

৩. মনস্তত্ত্বের চোখে পরকীয়া: ডেসমন্ড মরিস কী বলেন?

ইংরেজ প্রাণীবিজ্ঞানী ও নৃতাত্ত্বিক ডেসমন্ড জন মরিস তাঁর “The Naked Man” (২০০৭) বইয়ে পরকীয়া নিয়ে একটি আদিম ও বিবর্তনীয় বিশ্লেষণ তুলে ধরেন।

পুরুষের আদিম কৌশল

মরিস লিখেন যে, পুরুষের একটি আদিম স্ট্র্যাটেজি হচ্ছে “যখনই সম্ভব এবং যেখানেই সম্ভব পুরুষ তার বীজ বপন করতে চায়।” একজন পুরুষ তার পরিবারের লোক নয় এমন প্রাপ্তবয়স্ক নারীর সংস্পর্শে এলে সংক্ষিপ্ত যৌনতায় রত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা বোধ করতে পারেন। যদিও পুরুষ অন্যখানে বীজ বপনের তাড়না বোধ করেন, শেষ বিচারে পুরুষ পরিবারেই থাকতে চান।

ভালোবাসেন সহিংস মুভি। কি সর্বনাশ হচ্ছে আপনার জীবনের জেনে নিন। 

পরকীয়া নিয়ে কিছু কথা
পরকীয়া নিয়ে কিছু কথা

নারীর দ্বিবিধ মূল্যায়ন

প্রশ্ন ওঠে, নারী কেন তার বৈধ সঙ্গী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করেন এবং দৈহিক সম্পর্কের ঝুঁকি নেন?

ডেসমন্ড মরিস বলেন, প্রকৃতি নারীদেহকে দুটি ভিন্নভাবে পুরুষের মূল্যায়ন করার জন্য প্রোগ্রাম করে দিয়েছে বলে মনে হয়:

১. সামাজিক সফলতা ও বিশ্বস্ততা: নারী মূল্যায়ন করেন যে তার পুরুষ সঙ্গীটি সামাজিক ভাবে সফল কি না, তিনি বিশ্বস্ত থাকবেন কি না এবং সন্তানদের প্রতি মনযোগী হবেন কি না। (অর্থাৎ, ভালো বাবা/রক্ষক)

২. শারীরিক সামর্থ্য: নারী চান সুদর্শন, শারীরিক ভাবে সক্ষম এবং সন্তান উৎপাদনে সমর্থ পুরুষ। (অর্থাৎ, ভালো জীনগত বৈশিষ্ট্য)

এই দুটি ভিন্ন ধরনের চাহিদা যখন বৈধ সম্পর্কের মধ্যে পূরণ হয় না, তখন নারী অন্য সম্পর্কের দিকে ঝুঁকতে পারেন।

স্মার্টফোনের ভূমিকা

সেলফোন বা স্মার্টফোনের আবির্ভাবের আগে নারী-পুরুষকে পরস্পর সংস্পর্শে আসতে বাস্তবেই দেখা করতে হতো। কিন্তু এখন স্মার্টফোনের কল্যাণে একান্তে সময় কাটানো মামুলি ব্যাপার। সবকিছু মিলিয়েই পরকীয়া প্রেম এখন অনেক সহজলভ্য।

মেয়েরা কেন বিবাহিত পুরুষের প্রেমে পরে। 

পরকীয়া নিয়ে কিছু কথা
পরকীয়া নিয়ে কিছু কথা

৪. পরকীয়া নিয়ে একটি ফরাসি কৌতুক

পরকীয়া সন্দেহ নিয়ে একটি ফরাসি গল্প দিয়ে লেখাটি শেষ করা যাক:

ফরাসি যুবক চার্লস প্যারিস ছেড়ে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে। সে তার বন্ধুকে বলল, “আমার বউকে নিয়ে খুব সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে সে পরকীয়া আক্রান্ত। তুই আমার অবর্তমানে ওকে পাহারা দিবি।”

দু’সপ্তাহ পর চার্লস ফিরে এসে বন্ধুর কাছে খবর নিতে গেল। বন্ধু বলল, “হ্যাঁ, খবর আছে। প্রথম রাতেই দূর থেকে একটি লোককে তোর বাড়িতে ঢুকতে দেখলাম। তোর বউ দরজা খুলে তাকে জড়িয়ে ধরল। এরপর দরজা বন্ধ করে দিল। আমি উপায় না পেয়ে তোর ঘরের পাশের গাছে চড়ে জানালার পর্দার ফাঁক দিয়ে নজর রাখলাম। কিন্তু তারা হঠাৎ রুমের বাতি নিভিয়ে ফেলায় আমি আর কিছুই দেখতে পেলাম না।”

চার্লস হতাশ কণ্ঠে বলল, “তাহলে তুই ব্যর্থ হলি, আমি এখন সন্দেহ দূর করি কিভাবে?” বন্ধু জবাবে বলল, “কেন? এখন তো তোর সন্দেহ দূর হয়ে যাওয়ার কথা! কারণ, যদি তারা শুধুই গল্প করতে ঢুকতো, তাহলে তো আর বাতি নেভানোর দরকার হতো না!”

উপসংহার: পরকীয়া একটি সম্পর্ককে ধ্বংস করার জন্য যথেষ্ট। এর মনস্তাত্ত্বিক কারণ বা বৈশ্বিক পরিসংখ্যান যাই হোক না কেন, এটি পরিবার এবং সন্তানদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।

লেখক – সেলিম হোসেন – ২২/০৯/২০২২ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *