নানা রকম চুলকানি।
ইদানিং টাকা নিয়ে বেশ হই চই হচ্ছে। ছোট ছোট মানুষের বড় বড় অংকের টাকা। সোশ্যাল মিডিয়া, মুল ধারার মিডিয়া, দুদক সবাই চুলকাচ্ছে। ঠোট কামড়ে চুলকাচ্ছে, যেভাবে পারে চুলকাচ্ছে। টাকা খুবই আকর্ষণীয় এবং অপরিহার্য বিষয় আমাদের জীবনে। এই টাকা নিয়ে আছে বিভিন্ন বিশ্বাস, কুসংস্কার।
ডান হাতের চুলকানি।
আমাদের মধ্যে প্রচলিত ধারনা ডান হাতের তালু চুলকালে টাকা আসে। কেউ কেউ উল্টো কথা বলেন। ডান হাতের তালু চুলকালে টাকা খরচ হয়ে যায়। হাত চুলকালে টাকা আসুক বা খরচ হোক অসুবিধা নেই আয়ারল্যান্ড বাসীর। তাদের কথা কান চুলকানো নিয়ে। তারা বলেন ” যদি কারও কান চুলকায়, তবে কিছুক্ষন পর তার সাথে কেউ কথা বলবে।”
ল্যাঙ্কস্যায়ার বাসীর ধারনা আবার আরেক রকম। হঠাৎ কান চুলকালে তারা বলেন ” আশে পাশে কোথাও মারামারি হচ্ছে।”
জেনে নিন – মেয়েদের যোনিতে চুলকানি হওয়ার কারন কি ? সমাধান কি ?
নাকের চুলকানি।
কান বা হাত চুলকানো নয়। স্কটল্যান্ড বাসীর ধারনা। ” কেউ যদি বার বার নাক চুলকায়, তাহলে বুঝতে পথে সে কাউকে বোকার মত চুমু খেয়ে ফেলবে।” ফ্রান্স এবং পর্তুগালের কিছু মানুষ মনে করেন, ” ডান হাতের তালু চুলকালে নতুন কারও সাথে পরিচয় হবে। আর যদি বাম হাতের তালু চুলকায় তাহলে অনেক টাকা আসবে।”
পায়ের গোড়ালি চুলকানি।
হাত চুলকানোর মত পা চুলকানো নিয়েও অনেক কুসংস্কার আছে। নিউজিল্যান্ড এবং ফ্রান্সের অনেক মানুষের ধারনা ” বাম পায়ের গোড়ালি চুলকানো মানের খারাপ লক্ষন। যে কোন সময় হাঁটতে গিয়ে পা ভেঙে যেতে পারে। আর যদি ডান পায়ের তালু চুলকায় তাহলে একটু পরেই কোথাও বেড়াতে যেতে হবে।”
পড়ুন – সমাজে বাড়ছে পরকীয়া, কেন বাড়ছে জেনে নিন।
আর এই ভ্যাপসা গরমে কিছু মানুষ বিব্রতকর অবস্থায় আছেন। দুই কুচকিতে চুলকানি নিয়ে। যে কোন সময় জ্বালাতন শুরু হতে পারে। তাদের জন্য পরামর্শ আন্ডার ওয়্যার, প্যান্ট ভালোভাবে পরিস্কার করবেন। এক আন্ডার ওয়্যার দুই দিনের বেশি পড়বেন না। বিপদ বেশি হলে ব্যাবহার করতে পারেন Mycofree cream দিনে তিনবার।
চুলকানি নয় কাক
১. পথে হাঁটছেন, হঠাৎ কাকের সাথে দেখা হয়ে গেল। সাথে সাথে মনটা ভার হয়ে গেল। কারন আগামী কয়েক টা দিন আপনার দুঃখ এবং কষ্টের শেষ নেই। হ্যাঁ, একটা কাক দেখা নিয়ে জার্মানির মিউনিখ বাসীর এমন টাই বিশ্বাস। একটা কাকে দুঃখ আসে কিন্ত দুইটা কাকে ? না, এখানে দুঃখ নয়, দুইটা কাক একসাথে দেখা মানেই আগামী দিন গুলো সুখের হবে।
২. মনের মধে সুখের অনুভূতি আছে, এমন সময় এক সাথে তিনটা কাকের দেখা পেলেন। তাহলে ? তাহলে আর কি ? যাকে ভালবাসেন তাকে অচিরেই বিয়ে করতে যাচ্ছেন। দুইটা বা তিনটা কাক একসাথে দেখা এতে সুখ এবং ভালোবাসা আসে। এমন বিশ্বাস আছে জাপান এবং থাইল্যান্ড বাসীদের।
নিজ সন্তানের কাছে প্রিয় হয়ে উঠুন। জেনে নিন উপায় গুলো।
৩. দুইটা বা তিনটা নয়, একসাথে চারটা বা পাঁচটা কাক দেখলেন। না, এতে ঝামেলা বা দুঃখ আসবে না। বরং দারুন ভালো সংবাদ আছে। যারা বিয়ে করেছেন তারা কিছুদিনের মধ্যেই বাবা মা হতে যাচ্ছেন। সেই সাথে হাতে আসবে অনেক অনেক টাকা। এমন ধারনা আয়ারল্যান্ড বাসীদের।
৪. এক সাথে বেশি কাক দেখা নিয়ে আয়ারল্যান্ড বাসীদের এমন ধারনা হলেও হল্যান্ডের কোন কোন এলাকার মানুষের ধারনা অন্যরকম। তাদের বিশ্বাস একসাথে পাঁচের বেশি বিশেষ করে ছয়টা কাক দেখলে সমস্যার অন্ত নেই।
৫. ছয়টা কাক দেখলে না হয় সমস্যার অন্ত নেই। কিন্ত সাতটা, আটটা, কিংবা নয়টা কাক একসাথে দেখলে কি হয় ? সাতটা কাক দেখলে সমস্যা নেই। কারন সাতটা মানেই সৌভাগ্য। আটটা বা নয়টা দেখলে সমস্যা আছে। সামনের দিন গুলোতে অনৈতিক পাপাচারের কারনে অনেক দুর্ভোগ পোহাতে হবে। কাক নিয়ে এমন বিশ্বাস আছে আফ্রিকানদের মাঝে।
৬. এদিকে সুইডিশ ধারনা আবার আরেক রকম, একসাথে এগারো বা বারো কাক দেখা মানেই নতুন করে প্রেমে পরা। জীবন টা অন্যভাবে শুরু করা। চেষ্টা করেন একসাথে এতগুলো কাক দেখতে পারেন কি না !!
আপনার কোন বন্ধু বা নিকটজনের চুলকানি সমস্যা থাকলে, কাক নিয়ে কুসংস্কার থাকলে, তাকে পোস্টটি শেয়ার করে দিন।
সেলিম হোসেন – ২৮/০৭/২০২৪ ইং – ছবি গুলো প্রতীকী