স্বামী স্ত্রী সম্পর্ক মধুর করার ১১টি সহজ উপায় স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে একান্ত ও আন্তরিক সম্পর্ক। এই সম্পর্ক কখনও সারাদিনের ঝগড়া বা মনোমালিন্যের পর আবার গভীর রাতে সব ভুলে যাওয়া, আবার কখনও সামান্য মনোমালিন্যের পরও একে অপরের প্রতি দায়িত্ববোধে ফিরে আসার মধ্য দিয়ে পরিচালিত হয়। প্রতিটি সম্পর্কেরই একটি মূল ভিত্তি এবং বিশেষ কর্মকাণ্ড থাকে।

