মানুষের জীবন কি ? কোষের মৃত্যু ও পুনর্জন্মের বিজ্ঞান এবং ১ টি লাইফস্টাইল What is human life? The science of cell death and regeneration and 1 lifestyle

মানুষের জীবন কি
Mens Testo perform gold

মানুষের জীবন কি? নতুন জীবনের সূচনা ও জিনগত ভবিষ্যতের রূপরেখা

কখনো কি ভেবেছেন? আজকে আমরা একসাথে ভাবব। যেই জীবন নিয়ে আমরা দুনিয়াতে থাকি, তার সূচনা কিভাবে হয়? কিভাবে তা পূর্ণরূপ নেয়? তারপরই বা কি হয়? সব কিছু জানব। যা আমাদের ভালো এবং সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

চলুন দেখি জাহিদ ইসলাম এবং তার বন্ধু প্রফেসর বেলাল আহমেদ কি আলোচনা করেন। বিকেলের আড্ডায় তারা কি ব্যাখ্যা দেন, মানুষের জীবনের এই রহস্যময় যাত্রা নিয়ে। কুসুম গরম পানিতে ভেজানো গ্রাট করা আদা। তা রস ছড়িয়ে পরেছে পানিতে। একটু হলুদাভ দেখাচ্ছে। শরীর ডিটক্সের জন্য এটা দারুন উপকারি।

গ্লাসে চুমুক দিয়ে বেলাল বলল ” মানুষ দারুন আতঙ্কিত হয়েছে শুক্রবারের ভুমিকম্পে। সবাই দারুন ভীত। সবখানে এই আলোচনা। আসলে আমাদের এই ভুমিকম্পের উপর কোন হাত নেই। ঢাকা শহরের বাড়িঘর, রাস্তা ঘাট যে ডিজাইনে করা, তাতে করে ভুমিকম্প দের মিনিট স্থায়ী হলে এটা পরিত্যক্ত নগরীতে পরিনত হবে।”

আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তার রহমত কামনা করতে পারি। কিন্ত সুস্থ থাকতে আল্লাহ আমাদের জ্ঞ্যান দিয়েছেন। সেটা কাজে লাগিয়ে যতক্ষণ হায়াত আছে ততক্ষন ভালো থাকতে পারি।

লিভার ডিটক্স করতে আদাপানির জুড়ি নেই 

মানুষের জীবন কি
মানুষের জীবন কি

পর্ব-১: নতুন জীবনের সূচনা ও জিনগত ভবিষ্যতের রূপরেখা

মানুষের জীবন কি বলতে সাধারণত আমরা শরীরকে বুঝি, কিন্তু এর একদম মৌলিক এককটি সম্পর্কে কতটা জানি? ন্যাচারাল লাইফস্টাইলে কোষ সম্বন্ধে অবশ্যই কিছুটা ধারণা নিতে হবে। সহজ সরলভাবে যা শিখেছি মানুষের জীবন কি নিয়ে, তাই ব্যক্ত করছি।

মানব কোষ (Human Cell): জীবনের মৌলিক একক

Human Cell (মানব কোষ) হল মানুষের দেহের গঠনের একক। পাশাপাশি প্রতিটি কোষেই শরীরের সমস্ত কার্যাবলী এককভাবে সম্পন্ন হয়। প্রতিটি মানব কোষই একটি স্বতন্ত্র জীবন্ত ব্যবস্থা।

  • সংজ্ঞা: মানব কোষ হল মানবদেহের গঠন ও কাজের মৌলিক একক।
  • মোট সংখ্যা: মানবদেহে প্রায় ৫০ থেকে ১০০ ট্রিলিয়ন (৫০-১০০ লক্ষ কোটি) কোষ থাকে, যারা একত্রে কাজ করে দেহের কার্যক্রম সচল রাখে।

কোষের আয়ু প্রকারভেদ ও পুনর্গঠন

জাহিদ, আমাদের দেহের কোষগুলো কি স্থায়ী? না। এর একটা অংশ নিয়মিত মারা যায় এবং নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। এই প্রক্রিয়াটিই আমাদের শরীরকে সতেজ রাখে।

তাই নাকি ! অবাক হয়ে জাহিদ বলল। হ্যা, আমি আরও বলছি, বেলাল আবার বলতে শুরু করল।

  • প্রতিস্থাপন প্রক্রিয়া:
    • প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন গড়ে ২০ বিলিয়ন কোষ মারা যায়। আবার সমপরিমাণ নতুন কোষ তৈরি হয়ে সেই শূন্যতা পূরণ করে।
    • এভাবে প্রতি বছরে আমাদের দেহের অধিকাংশ কোষই কমপক্ষে একবার পরিবর্তিত হয়ে যায়!

অটোফেজি শরীরে নতুন কোষ তৈরি করে, দেহ মেরামত করে 

মানুষের জীবন কি
মানুষের জীবন কি

বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কোষের আয়ুষ্কাল (গড়ে)

প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের কোষের আয়ুষ্কাল আলাদা, যেমন:

কোষের নাম (Cell Type) আয়ুষ্কাল (Life Span) পুনর্গঠনের হার
লোহিত রক্তকণিকা (RBC) ১০০-১২০ দিন প্রতিদিন প্রায় ২০-৩০ বিলিয়ন নতুন কোষ তৈরি হয়!
অন্ত্রের আবরণী কোষ ৩-৫ দিন খাদ্য হজমের সময় দ্রুত পরিবর্তন হয়।
ত্বকের কোষ (Skin cells) ২৫-৩০ দিন প্রতিদিন প্রায় ৩০,০০০-৪০,০০০ ত্বক কোষ ঝরে!
অণুচক্রিকা (Platelets) ৭–১০ দিন দ্রুত পরিবর্তনশীল।
শ্বেত রক্তকণিকা (WBCs) কয়েক ঘন্টা থেকে ১০-২০ দিন (প্রকারভেদে) দ্রুত পরিবর্তনশীল।
লিভার/যকৃৎ (Liver cells) প্রায় এক বছর নিয়মিত পরিবর্তন হয়।
হাড়-হাড্ডি (Bones) মাস থেকে অনেক বছর সম্পূর্ণ কঙ্কাল প্রতিস্থাপনে প্রাপ্তবয়স্কদের ১০ বছর লাগে।
স্নায়ুকোষ (Neurons) বয়স ও লাইফস্টাইল এর উপর নির্ভর করে নিউরোজেনেসিস হতে থাকে। পরিবর্তনশীল।

কোষ নিয়ে আরও মজার তথ্য জানতে ভিডিও দেখুন 

মানুষের জীবন কি
মানুষের জীবন কি

৩. মানুষের জীবন কি : কোষের ভিতরের রহস্য

একটি কোষ কিভাবে কাজ করে, তা জানতে এর প্রধান অংশগুলি জানা জরুরি। এটি হল কোষের ভেতরের “মিনি সিস্টেম”।

  • নিউক্লিয়াস (Nucleus): কোষের “মস্তিষ্ক” হিসেবে কাজ করে। এর মধ্যে DNA থাকে, যা জিনগত তথ্য ধারণ করে এবং ৪৬টি ক্রোমোজোম থাকে।
  • মাইটোকন্ড্রিয়া (Mitochondria): কোষের “পাওয়ার হাউস”। এটি শক্তি উৎপাদনকারী অঙ্গাণু।
  • কোষ ঝিল্লি (Cell Membrane): কোষকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে এবং পদার্থের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ করে।
  • সাইটোপ্লাজম (Cytoplasm): একটি জেলির মতো তরল পদার্থ যেখানে কোষীয় অঙ্গাণুগুলি ভাসমান থাকে।
  • লাইসোজোম (Lysosomes): কোষের “পাচনতন্ত্র”। এটি বর্জ্য পদার্থ ভাঙতে সাহায্য করে।

সুস্থ জীবনের মূলমন্ত্র: নতুন ও টেকসই কোষ তৈরি করতে হবে 

মানব কোষের এই তথ্যগুলি জানার পর একটা বিষয় স্পষ্ট : আমাদের শরীর প্রতিনিয়ত নিজেকে মেরামত করছে এবং নতুন করে তৈরি করছে।

তাই আমরা যদি ন্যাচারাল ও হেলদি লাইফস্টাইল এর মাধ্যমে শরীরের প্রয়োজনীয় কাঁচামাল বা পুষ্টি সরবরাহ করতে পারি। তবে আমরা নতুন ও টেকসই কোষ তৈরি ও প্রতিস্থাপন করতে পারব। এর ফলস্বরূপ, আমরা রোগমুক্ত, সুস্থ-সুন্দর নতুন জীবন-যৌবন ফিরে পাব। আশাকরি বিষয়টা তোর কাছে পরিস্কার হয়েছে, বলে বেলাল থামল।

তাহলে আমাদের কি করতে হবে ? বলল জাহিদ

হেলদি লাইফ স্টাইল অনুসরন করতে হবে। নিচের লিঙ্কে বিস্তারিত আছে। উত্তরে জানাল, বেলাল

ঔষধ ছাড়াই আজীবন সুস্থ এবং ফিট থাকার উপায় 

মানুষের জীবন কি
মানুষের জীবন কি
  • লেখক: সেলিম হোসেন
  • তাং: ১০/১১/২০২৫ ইং
  • প্রতীকী ছবি: পেক্সেলস থেকে সংগৃহীত।
  • Reference: Dr Eric Berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *