প্রথম কবে হাসপাতাল তৈরি হয়েছিল, মুসলিমদের অবদান কি ৩ টি হাসপাতাল When was the hospital first built, what was the contribution of Muslims? 3 hospitals

প্রথম কবে হাসপাতাল তৈরি
Marine collagen বুড়িয়ে যাওয়া ঠেকাতে নিয়মিত খাবেন

চিকিৎসা বিজ্ঞানে মুসলিম বিশ্বের অবদান: পৃথিবীর প্রথম হাসপাতাল

ইউরোপের ৯০০ বছর আগে কীভাবে শুরু হয়েছিল আধুনিক চিকিৎসালয় ব্যবস্থা?

সেলিম হোসেন | তাং ০২/১১/২০২৫ ইং

বসে থাকার সুযোগ নেই—রোগীর মারাত্মক পরিণতি হতে পারে। তাই জরুরি অবস্থায় হাসপাতাল। মানব সভ্যতার শুরুতে মানুষ বাড়িতে চিকিৎসা নিলেও, ধীরে ধীরে জ্ঞানে-বিজ্ঞানে উন্নত হওয়ার সাথে সাথে ঔষধ, সার্জারির যন্ত্রপাতি এবং সুসংগঠিত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে।

কিন্তু কবে প্রথম হাসপাতালের যাত্রা শুরু হয়? এই ইতিহাস জানলে চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের যে বিশাল অবদান ছিল, তা সহজেই বুঝতে পারা যায়।

পৃথিবীর সেরা ধনী কে মানসা মুসা নাকি ইলন মাস্ক 

প্রথম কবে হাসপাতাল তৈরি

মুসলিম বিশ্বে আধুনিক হাসপাতালের সূচনা

ইউরোপ বা আমেরিকার শত শত বছর আগে মুসলিম বিশ্বে আধুনিক চিকিৎসালয় প্রতিষ্ঠা লাভ করে, যা কেবল নিরাময়ের কেন্দ্র ছিল না, বরং শিক্ষা ও গবেষণারও কেন্দ্র ছিল।

হাসপাতালের নাম প্রতিষ্ঠার স্থান সময়কাল বিশেষত্ব
আদুদি হাসপাতাল বাগদাদ, ইরাক ৩৭১ হিজরি (৯৭২ খ্রিস্টাব্দ) এই অঞ্চলের প্রথম হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।
নুরি হাসপাতাল দামেস্ক, সিরিয়া ৫৪৯ হিজরি প্রায় ৮০০ বছর ধরে মানুষকে চিকিৎসা সেবা দিয়েছিল।
মানসুরি হাসপাতাল কায়রো, মিশর ৬৮৩ হিজরি স্থাপত্য ও ব্যবস্থাপনার দিক থেকে উন্নত ছিল।

আধুনিক হাসপাতালের মতো এসব চিকিৎসা কেন্দ্রেও ছিল বিভিন্ন বিভাগ—যেমন: শরীরের ভিতরের রোগ (Internal Medicine), সার্জারি, চর্মরোগ, চক্ষুরোগ, মনোরোগ (Mental Health), এবং অর্থোপেডিক (Orthopaedics)।

এসব হাসপাতাল ছিল মেডিক্যাল ফ্যাকাল্টি

এই চিকিৎসা কেন্দ্রগুলো শুধু রোগের চিকিৎসার কেন্দ্র ছিল না, বরং ছিল উচ্চ শিক্ষার মেডিক্যাল ফ্যাকাল্টি

  • উস্তাদ ও ইন্টার্ন: বিশেষজ্ঞ প্রধান চিকিৎসক, যিনি উস্তাজ নামে পরিচিত ছিলেন (বর্তমানে আমরা যাঁদের অধ্যাপক বলি), তিনি প্রতিদিন সকালে ঘুরে ঘুরে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। সাথে থাকত ইন্টার্ন চিকিৎসকগণ। তিনি তাদের শেখাতেন, কী পর্যবেক্ষণ করছেন তার নোট নিতে বলতেন এবং চিকিৎসা পদ্ধতিও বলে দিতেন। এখন আমরা চিকিৎসালয় গুলোতে অধ্যাপকদের যেমনটা করতে দেখি, ঠিক তেমনই ছিল সেই ব্যবস্থা।
  • শিক্ষণ পদ্ধতি: ছাত্ররা মনোযোগ দিয়ে উস্তাজের কথা শুনতেন। এরপর বড় হলরুমে গিয়ে উস্তাজ বসতেন। শিক্ষার্থীরা তাঁকে ঘিরে বসতেন। উস্তাজ চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ থেকে পড়ে শোনাতেন এবং যতটুকু পড়তেন, তার ব্যাখ্যা-বিশ্লেষণও করতেন। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতেন।
  • সার্টিফিকেট: প্রতিটি শিক্ষা কার্যক্রম শেষে পরীক্ষার ব্যবস্থা করতেন। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিত এবং উত্তীর্ণ হলে চিকিৎসক পেশার সার্টিফিকেট পেত।

গবেষণা ও ঔষধি বাগান

  • ঔষধি গাছ: এসব চিকিৎসা কেন্দ্রের পাশে থাকত বিশাল আবাদি ভূমি। সেখানে বিভিন্ন গাছ-গাছড়ার বাগান থাকত, লাগানো হত নানা রকম ঔষধি গাছ। প্রয়োজনীয় ঔষধ সেখান থেকেই আসত।
  • ল্যাবরেটরি: চিকিৎসা কেন্দ্রের পাশেই থাকত ল্যাবরেটরি। সেখানে ঔষধ তৈরি হত এবং নতুন নতুন ঔষধ তৈরির গবেষণা চলত।

জীবনে সফল হতে নাদির শাহ্‌র কৌশল কাজে লাগান 

প্রথম কবে হাসপাতাল তৈরি

পৃথিবীর প্রথম হাসপাতাল

হাসপাতাল তৈরির প্রথম ধারণাটি আসে উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালিকের সময়কালে, ৮৬ থেকে ৯৬ হিজরি অর্থাৎ প্রায় ৬ষ্ঠ শতকের দিকে। ইউরোপে হাসপাতাল প্রতিষ্ঠার প্রায় ৯০০ বছর আগে।

এ সময় চিকিৎসা কেন্দ্রকে বলা হত ‘বিমারিস্তান’। শুধু শহরে নয়, গ্রাম অঞ্চলেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল।

  • ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র: সুলতান মাহমুদ সেলজুকির শাসনের সময় (৫১১ হিজরি থেকে ৫২৫ হিজরি) প্রায় ৪০টি উটের পিঠে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বহন করা হত। এই কাফেলায় থাকত প্রচুর চিকিৎসা সরঞ্জাম, যন্ত্র, ঔষধ এবং অনেক চিকিৎসক। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তারা চিকিৎসা দিতেন।

যুদ্ধের সময় ধর্ষণকারীদের হাত থেকে যেভাবে রেহাই পেলেন সুন্দরী 

প্রথম কবে হাসপাতাল তৈরি

ইউরোপ ও আমেরিকার পরিস্থিতি

তাহলে সেই সময়ে ইউরোপ-আমেরিকার পরিস্থিতি কেমন ছিল?

আন্দালুসীয় ভূগোলবিদ ও পর্যটক ইবনে জোব্বায়ের তাঁর ভ্রমণ বৃত্তান্তে (৫৮০ হিজরি বা ১১৮৪ খৃস্টাব্দ) লিখেছেন, বাগদাদে তিনি একটি চিকিৎসা পল্লী পরিদর্শন করেছেন। এটি একটি ছোট শহরের সমান। এই পল্লীর মাঝখানে ছিল একটি বিশাল জাঁকজমকপূর্ণ অট্টালিকা, বাগান এবং বেশ কিছু ঘর। বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই পল্লী পরিচালনা করতেন।

অন্যদিকে, ইউরোপে প্রথম চিকিৎসা কেন্দ্র চালু হয় প্যারিসে ১৭১০ সালের দিকে। এর আগে রোগীরা বাড়িতেই সেবা নিত।

জার্মান ওরিয়েন্টালিস্ট ম্যাক্স মেয়েরহোফ লিখেছেন, ইসলামি সভ্যতার চিকিৎসা কেন্দ্রের সাথে ইউরোপীয় চিকিৎসা কেন্দ্রের তুলনা করা এক তিক্ত অভিজ্ঞতা—যা আমাদের জন্য অনুমান করা কষ্টকর।

জার্মান লেখিকা সিগরিড হুঙ্ক বলেন, আধুনিক হাসপাতালগুলোতে আমরা যে উন্নত ব্যবস্থাপনা দেখতে পাই, তা মূলত আরবদের প্রতিভার স্মারক। এমনকি প্রতিটি ছোট ছোট ট্যাবলেট ও ক্যাপসুলও মনে করিয়ে দেয় সেই দুজন আরব চিকিৎসকের কথা, যাঁরা পশ্চিমের স্বাস্থ্য শিক্ষক: ইবনে সিনা এবং আল রাজি

জামাতে নামাজ আদায় নিয়ে বিজ্ঞান কি বলে 

প্রথম কবে হাসপাতাল তৈরি

হাসপাতাল পরিচালনার খরচ

আব্বাসীয় খলিফাদের সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে সব খরচ বহন করা হত। এছাড়াও উম্মাহর ধনী ব্যক্তিরা দরিদ্র ও অসহায়দের চিকিৎসার জন্য সম্পত্তি দান করতেন। এসব সম্পত্তি থেকে আসা আয় ছিল খরচের একটি বড় অংশের যোগান।

বিশ্বের প্রথম এ আই হাসপাতাল 

তথ্যসূত্র: ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস – লেখক ডঃ রাগিব সারজানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *