ফ্রান্সে নিজ স্ত্রীকে ধর্ষণ ! গা শিউরে ওঠা সব ধর্ষণ কাহিনী, ৫১ জন গ্রেফতার ! 51 people arrested! All the shocking rape stories

স্ত্রীকে ধর্ষণ

ফ্রান্সে নিজ স্ত্রীকে ধর্ষণ   

বন্ধু বেলাল আহমেদ রুমে ঢুকতেই সাউয়ার ক্রাউটের বাটিটা এগিয়ে দিল জাহিদ ইসলাম। নিত্যকার আড্ডা আজ চলবে সাউয়ার ক্রাউট আর হাল্কা ভাজা মিক্সড বাদাম দিয়ে।

এটা কি খাবার ? বেলাল আহমেদ বলল

এটা একটি ফার্মেন্টেড খাবার। শত শত বছর ধরে খেয়ে আসছে রাশিয়ান, কোরিয়ান, জার্মানিরা। এতে আছে বাধাকপি, গাজর, কালো গোল মরিচ। এগুলোই পিঙ্ক সল্ট মিশ্রিত পানিতে ৩/৪ দিন ফার্মেন্ট করা হয়। বাদাম আর সাউয়ার ক্রাউট একসাথে মুখে দিয়ে চিবিয়ে খেলে দারুন স্বাদ। এর পুষ্টি গুন অসাধারন।

তাইতো, খানিক টা চিবিয়ে বলল বেলাল। পুষ্টিগুন টা বল

আমি লিংক দিচ্ছি এখানে দেখতে পাবি। আমি ভাবছি অন্য বিষয় নিয়ে। ধর্ষণ দারুন ভাবে বেড়ে গেছে। শিশু যুবতি বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না। আর মিডিয়া গুলো ধর্ষিতাদের নাম ছবি প্রকাশ করে তাদের আরেকবার ধর্ষণ করে। বলল জাহিদ

হ্যা, তুই ঠিক বলেছিস। সারা বিশ্বেই ধর্ষণ বেড়েছে। আমি তোকে বেশ কয়েকটি ঘটনা বলব। তবে দেশের বাইরের মিডিয়া গুলো ধর্ষিতার নাম ছবি প্রকাশ করে না। সাম্প্রতিক কালে ফ্রান্সের মিডিয়ায় একটি ধর্ষণের ঘটনা আলোড়ন তুলেছে। ভদ্রমহিলা নিজের স্বামী কর্তৃক নির্মমতার স্বীকার।

ওজন টা কমে যাচ্ছিল কয়েক বছর ধরেই। চুল পাতলা হয়ে আসছিল মহিলার। কোন কিছু মনে রাখতে পারতেন না । সারা দিন ঘোরের মধ্যে থাকতেন। মাঝে মাঝে ভুলও বকতেন। সন্তান ও বন্ধুদের ধারণা ছিল, হয়তো অ্যালঝাইমার্সে ভুগছেন।

হঠাৎ ঘটনা অন্যদিকে মোড় নেয়। ২০২০ সালের শেষের দিক। দক্ষিন ফ্রান্সের এক থানায় ডাক পড়ল বৃদ্ধার। তখন নিজের জীবন সম্পর্কে জানতে পারলেন আরও নানারকম নতুন তথ্য। চমকে উঠলেন, দিনের পর দিন তাঁকে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়েছেন তাঁরই স্বামী। তার পর ধর্ষণ করেছেন।
স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ কাহিনী শোনা সাউয়ার ক্রাউট খেতে খেতে
শুধু নিজে নয় একাধিক পুরুষ কে ডেকে এনেছেন বাড়িতে। এরপর সেই অপরিচিত পুরুষকে ধর্ষণ করিয়েছেন স্ত্রীকে। আবার সেসব দৃশ্য ধারন করে রেখেছেন ক্যামেরায়। সে নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় বড়াইও করেছেন স্বামী! আর এই নির্যাতন চলেছে এক দশকেরও বেশি সময় ধরে। মহিলার অজান্তেই !

পুলিশ মহিলার স্বামীকে গ্রেফতার করেছিল আগেই। তাঁর বয়স এখন ৭১। তদন্ত চলেছে দু বছর ধরে। চিন্হিত করা হয়েছে ৫১ জনকে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তালিকায় রয়েছে আরও ৩৩ জনের নাম।

অভিযুক্তদের বয়স ২৬ থেকে ৭৪ এর মধ্যে। তাঁদের মধ্যে কেউ কেউ একাধিকবার ধর্ষণ করেছেন ওই মহিলাকে। ঘটনার ছবি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করে রাখতেন মহিলার স্বামী। সে সব ছবি দেখেই ধরা হয়েছে সন্দেহভাজনদের। যদিও এক জন ছাড়া অভিযুক্তদের কাউকেই চিনতে পারেননি ওই বৃদ্ধা।

এমন অমানবিক, ভয়াবহ আচরন করা হয়েছে বৃদ্ধার সাথে। বিষয় টা জানার পর স্বামীকে তালাক দিয়েছেন তিনি। এমনিতেই স্মৃতি দুর্বল। আর ঘটনার সময় অচেতন থাকতেন তিনি। এ ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুরো ফ্রান্স জুড়ে চলছে তুমুল আলোচনা।

নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ, মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের একাধিক মামলা দায়ের হয়েছে। দোষী সাব্যস্ত হলে ২০ বছরের জেল হবে তাঁর। শাস্তি পাবেন ঘটনার সাথে জড়িত সকলেই। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে ফ্রান্স। খবর প্রথম আলো প্রকাশ করে ১১/১২/২০২৪ ইং তারিখে। এবারে আরও একটি রোমহর্ষক কাহিনি। তবে স্ত্রীকে ধর্ষণ নয়। মডেল পদ্মলক্ষ্মী কে ধর্ষণের কাহিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন জামাই 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

সালমান রুশদির স্ত্রীকে ধর্ষণ

বয়স তখন মাত্র ৭ বছর। শরীরে যৌবনের দেখা মিলতে আরও কয়েক বছর দেরি। তবে সেই শিশু বয়সেই ধর্ষিতা হন। পরিচয় ঘটে মানব চরিত্রের অন্ধকারের সাথে। এক ভয়ানক অভিজ্ঞতা। ৩২ বছর ধরে বুকের এক কোণায় যন্ত্রণা আটকে রেখেছিলেন পদ্মলক্ষ্মী। এবারে মুখ খুললেন  আমেরিকান মডেল পদ্মলক্ষ্মী। ২৮/০৯/২০১৮ ইং তারিখে তার ভাষ্য মানবজমিনে প্রকাশিত হয়।

সালমান রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী জানান, মাত্র ৭ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। তাও আবার সৎ বাবার কাছ থেকে। মা যখন বাড়িতে থাকতেন না, তখন সৎ বাবা শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করতেন যৌন আবেশে।

একদিন মাকে সেকথা জানালেন পদ্মলক্ষ্মী। মা নিরুপায় হয়ে ভারতে পাঠিয়ে দেয়। প্রায় এক বছর ভারতে তিনি তাঁর দাদু, ঠাকুমার সঙ্গে থাকেন। মায়ের এমন ব্যবহারে মন খারাপ হলেও, পরবর্তীতে বুঝতে পেরেছিলেন এইসব বিষয়ে মুখ খুলে কিংবা প্রতিবাদ করে কিছুই হবে না। ঘটনার সত্যতা কেউ কখনও খতিয়ে দেখেন না।

স্ত্রীরা কেন লিঙ্গ কেটে দিচ্ছেন স্বামীদের, বাদ যাচ্ছে না পুলিশ স্বামীও 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

শৈশবের এমন ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যখন তারা লস এঞ্জেলসের শহরতলীতে থাকতেন। সেসময় ২৩ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ফলে ওই যুবকের সঙ্গে ডেটিং যাওয়াও শুরু করেন। তবে ডেটিং শুরু করার কয়েকদিনের মধ্যেই কোনও এক নববর্ষের বিকেলে তাকে ধর্ষণ করেন ওই যুবক। বছরের শুরুর কোথায় আনন্দ করবেন, আনন্দ হল না ধর্ষিতা হলেন।

ভার্জিন অবস্থায় এভাবে হেনস্থা হওয়া দাগ কেটে যায় মনে। দাগে এখনো আছে। সেই ক্ষতের ব্যাথায় এখনো শিউরে ওঠেন পদ্মলক্ষ্মী। ভাবেন ভবিষ্যতে আর যেন এমন অবস্থায় মুখোমুখি হতে না হয়।

আমাদের গ্রামীণ গল্প গুলো ছিল মজার, টেপা আর টেঁপির গল্প 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

স্ত্রীকে ধর্ষণ নয় বান্ধবীকে সবাই মিলে 

ডেটিং অ্যাপ এখন বেশ জনপ্রিয়। অনেকেই এখানে রোমাঞ্চকর সময় কাটান। একারনে কারও সংসার ভেঙে যায়। জীবনে অশান্তি নেমে আসে। ধর্ষণ, খুনের মত ঘটনা ঘটে। তারপরেও মানুষ কেন ডেটিং অ্যাপে যায়। উত্তর হল, রোমাঞ্চ পেতে। 
যুবকের বাড়ি গুরগ্রামে হরিয়ানা রাজ্যে, ভারতে। ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণীর সাথে। এরপর বন্ধুত্ব হয়। সম্পর্কের গভীরতা বাড়ে ডেটিং অ্যাপে। একদিন যুবক দেখা করতে বলে তরুণীকে। বন্ধুর সাথে দেখা করতে উন্মুখ তরুণী।
 
যুবক একটি হোটেল রুম ভাড়া করে। তরুণী বন্ধুর আমন্ত্রন রক্ষা করতে চলে আসে গুরগ্রামে। ভালো ডিনারের পর তারা পান করেন। এক পর্যায়ে তরুণীটি অচেতন হয়ে পরে। এরপর আড়ালে থাকা যুবকের বন্ধুরা এসে হাজির হয়। সবাই মিলে রাতভর ধর্ষণ করে তরুণীকে।
পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি। তিনি বলেন, তাকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়া হয়েছিল। এরপর সবাই মিলে আমাকে রাতভর ধর্ষণ করে। ভিডিও তৈরি করে। জ্ঞ্যান ফেরার পর কোনমতে আমি বাড়ি ফিরি। মামলা গ্রহন করে পুলিশ। তদন্ত চলছে।  ভুক্তভোগীর অভিযোগ, তাঁর খাবারের সঙ্গে চেতনাশক মেশান অভিযুক্তরা।

অভিযোগে ভুক্তভোগী তরুণী বলেন, তারা আমাকে ধর্ষণ করে এবং ভিডিও তৈরি করে। পরে আমার জ্ঞান ফেরার পর আমি কোনোরকমে বাড়িতে ফিরি। ২৬ জুলাই ২০২৩ সালে বাংলাদেশী মিডিয়া ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হয়।

আমাদের দাদা দাদিদের বিয়ে কিভাবে হত 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

বাঘ ধর্ষণ করে বিমানবালাকে

যুবকের নাম অভিজিত বাঘ। বাড়ি পিম্পরি, চিনবর থানা, পুনে, ভারত। এ যুবক মেয়ে পটাতে বেশি ওস্তাদ। ডেটিং অ্যাপে তার সাথে পরিচয় হয় এক বিমান বালার। মাত্র একদিনের পরিচয়। বাঘ দাওয়াত করে বিমান বালাকে। দেখা করতে বলে মেয়েটিকে। দেখা করতে একটি বারে হাজির হন বিমান বালা।

তারা যথেষ্ট পরিমানে মদপান করেন। এরপর ছেলেটি প্রস্তাব দেয় বাসায় যাওয়ার জন্য। মেয়েটি যেতে চায় না। তাকে একপ্রকার জোর করেই নিয়ে যায় ছেলেটি। এমন অভিযোগ করে মেয়েটি পুলিশের কাছে। মেয়েটি বলে, আমি সরল বিশ্বাসে ওর বাসায় যাই।

কিন্ত বাসায় যাওয়াটা যে কাল হবে বুঝতে পারিনি। বাসায় গিয়ে বাঘ আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। আমি বাধা দেই। কিন্ত ও মারধর করে। এরপর আর পারিনি। বাঘ আমাকে ধর্ষণ করে। পুলিশ বিমানবালার জবানবন্দি নোট করে ডায়রিতে। এরপর মামলাটি গ্রহন করে। ঘটনাটি বাংলাদেশী মিডিয়া ‘সমকালে’ প্রকাশ পায় ২৯/১২/২০২০ ইং তারিখে।

মদ খেয়ে নাচানাচি অবশেষে মৃত্যু 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

কিশোরীর বয়স ১৪ বছর। ত্রিলোকচাঁদ বয়স ৫৪ বছর। সম্পর্কে কিশোরীর আত্মীয়। । তাই তার কাছাকাছি যেতে দ্বিধা করেনি মেয়েটি। আর এই সুযোগ টি নেয় ত্রিলোক। অল্প বয়সী মেয়েটিকে ধর্ষণ করে।

কিশোরী বাড়িতে পুরো ঘটনা বলে দেয়। তার বাবা ও মামা ঘটনা জানতে পেরে রাগে ফেটে পরে। ত্রিলোক কে শায়েস্তা করতে ভয়ঙ্কর পরিকল্পনা করে। একপর্যায়ে তারা ত্রিলোকচাঁদের কাছে যায়। বিভিন্ন আলাপে ত্রিলোক কে মোটর সাইকেলে উঠায়।  আজনাল নদীর পাড়ে নিয়ে যায়।

ঘটনা ভারতের মধ্য প্রদেশে। খান্দোয়া জেলায়। পাড়ে বসে তারা গল্প জুড়ে দেয়। পরিকল্পনা মত বড় মাছ কাটার ছুরি সাথে নিয়েছিল মেয়েটির বাবা ও মামা। সুযোগ বুঝে ঘাড়ে কোপ দেয় ত্রিলোকের। মাথা থেকে দেহ আলাদা করে মৃত্যু নিশ্চিত করে।

শিশুকে ধর্ষণ ২ জনের ফাঁসি 

স্ত্রীকে ধর্ষণ
স্ত্রীকে ধর্ষণ

শরীর টুকরো টুকরো করে। এরপর আজনাল নদিতে ফেলে দেয়। পরদিন ভেসে ওঠে লাশের টুকরো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে ছবি। কর্তিত মস্তক দেখে অনেকেই চিনতে পারেন ত্রিলোককে। থানায় খবর চলে যায়। পুলিশ গ্রেফতার করে ধর্ষিতার বাবা ও মামাকে।

খবর টি ‘বাংলা নিউজ২৪’ প্রকাশ করে ২৯/০৩২০২২ ইং তারিখে।

ব্লগ পোস্টটি ভালো শেয়ার করে দিন। সেলিম হোসেন – ০২/০৮/২০২৫ ইং – ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া

1 thoughts on “ফ্রান্সে নিজ স্ত্রীকে ধর্ষণ ! গা শিউরে ওঠা সব ধর্ষণ কাহিনী, ৫১ জন গ্রেফতার ! 51 people arrested! All the shocking rape stories

  1. Pingback: অনলি ফর ম্যান ১ টি মাস্টার পিছ, সংসারে পুরুষের দায়, বুক রিভিউ Only for Men 1 Master Pich, Men's Responsibilities in the World, Book Review - OVIZAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *