কুকুর আর মানুষের স্বভাব ! কুকুরের ৭ টি ভালো স্বভাব। নেট দুনিয়ায় ভাইরাল ঘটনা। 7 good qualities of dogs

কুকুর আর মানুষের স্বভাব

কুকুর আর মানুষের স্বভাব 

সাধারণত এরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাচ্চা দেয়। আমাদের দেশীয় নেরি কুকুর একসাথে অনেক গুলো বাচ্চা দেয়। ছবির কুকুর একসাথে আটটি বাচ্চা দিয়েছিল।
একমাসের মধ্যে একটি বাচ্চাও নেই। কুকুরের বাচ্চা শিয়ালের খুব প্রিয় খাবার। কিন্তু ঢাকা শহরে তো শিয়াল নেই ! নেরি কুকুর ঢাকাতে কেউ বাসায় পালেও না। তাহলে কি শীতে মারা পরল ? পরতে পারে।

আমাদের মানুষের যেমন কিছু কমন বৈশিষ্ট আছে তেমনি কুকুরেরও আছে। অফিসের বসের আচরনের সাথে মিল আছে। প্রথমেই জেনে নিই কুকুরের কমন আচরন গুলো। 

১. বিশ্বস্ত স্বভাব –  কুকুর তাদের মালিকের প্রতি অত্যন্ত বিশ্বস্ত। তারা সহজে বিশ্বাসঘাতকতা করে না এবং মালিককে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করে।

২. ফ্রেন্ডলি আচরন – বেশিরভাগ কুকুর খুব সামাজিক হয়। মানুষ ও অন্যান্য প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়।

৩. সতর্ক থাকা – কুকুর খুব ভালো প্রহরী হয়। তারা আশেপাশের অচেনা শব্দ বা ব্যক্তির উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। 

রাসেল ভাইপার । জানুন পৃথিবীর ১০ টি ভয়ঙ্কর সাপ সম্পর্কে। 

স্বভাব

৪. শৃঙ্খলা এবং অনুগত – সঠিকভাবে প্রশিক্ষণ দিলে কুকুর খুব অনুগত হয় এবং নির্দেশ মেনে চলে। 

৫. খেলাধুলা ভালোবাসে – কুকুর খেলতে ভালোবাসে। বিশেষ করে বল ধরা বা দৌড়াদৌড়ি করার মতো গেম।

৬. মমতাপূর্ণ – অনেক কুকুর তাদের মালিকের প্রতি গভীর ভালোবাসা ও স্নেহ প্রকাশ করে।

৭.আক্রমনাত্মক আচরন – কুকুর অনেক সময় নিজের এলাকাকে রক্ষা করতে চায়। অচেনা কিছুর আগমন তাকে উত্তেজিত বা আক্রমণাত্মক করে তুলতে পারে। 

ভাবছেন বসের আচরনের সাথে তো মিলল না। একটু অপেক্ষা করুন, পড়তে থাকুন, দেখবেন বসের স্বভাবের সাথে কি দারুন মিল ! 

সাপে কামড়ানো নিউজ কেন ভাইরাল। 

স্বভাব

কুকুর আর মানুষের স্বভাব নিয়ে গবেষণা  

সহজে পোষ মানিয়ে অনেকেই কুকুর কে নিত্য দিনের সঙ্গী করেছেন। বিশেষ করে পশ্চিমে। ধনী দেশ গুলোতে। সেখানে অনেক মানুষ নিঃসঙ্গ। কুকুর তাদের প্রিয় সঙ্গী। হাঙ্গেরির একদল গবেষক কুকুরের স্বভাব নিয়ে নতুন একটি গবেষণা করেছেন। ফলাফল এসেছে, মানুষের মতো প্রাণীও বুঝতে পারে ভাষা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেই গবেষণায় অংশ নেয় ১৮টি পোষা কুকুর। সাথে ছিলেন মালিকরাও। তাদের সহায়তায় উঠে আসে নতুন নতুন কিছু তথ্য। বৈদ্যুতিক মস্তিষ্ক লেখচিত্র (ইইজি) পরীক্ষার মাধ্যমে প্রাণীগুলোর মস্তিষ্কের ইলেক্ট্রিক্যাল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় কুকুরদের সামনে কিছু নাম বলা হয়। সেগুলো চোখের সামনে ধরা হয়। এতে মস্তিষ্কে চলমান ইলেক্ট্রিক্যাল কার্যক্রম লিপিবদ্ধ করা হয়। এই পরীক্ষাটি আগে করা হলেও এবার ভিন্ন কৌশল অবলম্বন করলেন গবেষকরা। পরিচিত শব্দের সাথে সামনে রাখা হয় অচেনা বস্তু! আবারও লিপিবদ্ধ করা হয় ফলাফল।

কুকুরের সাথে মানুষের অনেক মিল রয়েছে। মানুষ কোন শব্দ শুনেও তার অর্থ বলতে পারে। যেমন কোকিলের ডাক। এর অর্থ হল আমাদের মস্তিষ্কে কোকিলের ডাকের স্মৃতি সংরক্ষিত আছে। এই ঘটনাকে ‘মেন্টাল রিপ্রেজেন্টেশন’ বলা হয়। পরিচিত শব্দ শোনার সাথে সাথে মস্তিষ্কে সেই বস্তুর স্মৃতি সক্রিয় হয়ে উঠে। সেটি চিনতে পারে সবাই। গবেষণায় দেখা গেল কুকুরও শব্দ শুনে বুঝতে পারে। 

আগে ধারণা করা হতো, ব্যতিক্রমী এই ক্ষমতা শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের আছে। 

মেয়েরা সহজেই প্রেমে পরে। ডিভোর্সের ঐতিহাসিক আলোচিত মামলা।    

স্বভাব

কুকুরের স্বভাব ঘটনা ১ 

কুকুরের প্রভুভক্ত স্বভাব ভাইরাল নেট দুনিয়া 

মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাট। একদিন বিকেলে গ্রেগরি গ্রান্ট নামের এক ব্যক্তি হাঁটতে বের হলেন। সাথে ছিল তার ৪ বছরের ছেলে গ্যাভিন ও পোষা কুকুর ‘জ্যাক’। বনের মধ্যে হাঁট ছিলেন তারা। হঠাৎ সামনে এলো ভালুক। বিশাল প্রাণীটি গ্যাভিনকে আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু ভালুকটির মতলব আঁচ করতে পেরেছিল জ্যাক।

ছোট্ট শিশুটিকে নিরাপদ রাখতে ভালুক তাড়ানোর মিশনে নামে কুকুরটি। তীব্র ঘেউ ঘেউ শব্দে আক্রমন করে ভালুক কে। ভড়কে যায় ভালুক। ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি হিরো হয়ে ওঠে ‘জ্যাক’।কুকুরটির মালিক গ্রেগরি গ্রান্ট সেই রাতেই জ্যাকের জন্য নিয়ে আসেন অনেক পুরস্কার। সেই সাথে জ্যাকের সব পছন্দের খাবারও।

গ্রান্ট বলেন, এই দুঃসাহসী কাজের জন্য জ্যাক বেশ কিছু ট্রিট পেয়েছে। ট্রিটের মধ্যে ছিল আইসক্রিম। সেই সাথে খেলার জন্য পুরো একটি উঠান দেয়া হয় তাকে। এরপর রাতে তাকে স্পেশাল গোসল করানো হয়। তাও আবার হট বাথ!

পরকীয়া ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। 

স্বভাব

কুকুরের স্বভাব ঘটনা ২ 

কুকুরের সহমর্মিতা স্বভাব 

দুটি কুকুর খেলছিল একসাথে। খেলতে-খেলতে হঠাৎ গর্তে আটকা পড়ে একটি কুকুর। বিপদ দেখে অস্থির হয়ে ওঠে আরেকটি। সাহায্যের জন্য এদিক-ওদিক ছুটতে থাকে। একজন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কুকুরটি অনেক চেষ্টা করে পথচারীকে বুঝানোর জন্য। অবশেষে, আটকা পড়া কুকুরের আওয়াজ শুনতে পেয়ে ছুটে যান তিনি। তারপর উদ্ধার করেন। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়

কুকুরের সেই আলোচিত ভিডিও টি দেখুন। 

স্বভাব

কুকুরের স্বভাব ঘটনা ৩ 

কুকুরের স্বভাব এবং এ্যালেক্স কাহিনী 

আমেরিকার এক দম্পতি ঘুমিয়ে ছিলেন। রাত গভীর। তাদের ১৭ বছর বয়সী ছেলে গ্যাব্রিয়েল ঘুমিয়ে ছিল আরেক রুমে। হঠাৎ ছেলের শুরু হয় বুকে ব্যথা। এই অবস্থা দেখতে পেয়েছিল পোষা কুকুর ‘অ্যালেক্স’। সে বিপদ আঁচ করতে পারে। দৌঁড়ে যায় মালিকের রুমে। ঘুমিয়ে থাকা দম্পতি দ্বয়কে ঘুম থেকে উঠানোর অনেক চেষ্টা করে। কিন্তু লাভ হচ্ছে না। কিছুতেই ঘুম থেকে উঠাতে পারছে না এ্যালেক্স। 

এরপর গ্যাব্রিয়েলের মায়ের গায়ের জামা কামড়ে ধরে টানতে থাকে। ঘুম ভাঙে গ্যাব্রিয়েলের মায়ের। স্বামীকে ডেকে তুলেন। দুজনে এ্যালেক্সের পিছনে হেঁটে দ্রুত গ্যাব্রিয়েলের ঘরে ঢুকেন। রুমে ঢুকে দম্পতি বুঝতে পারেন, তাদের সন্তানের হার্ট অ্যাটাক হয়েছে। তারা দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যান। যেখানে ছেলেটি চিকিৎসা সেবা পায়। কুকুরটির কারণেই পরিস্থিতি আর খারাপ হয়নি। সুস্থ হয়ে প্রিয় অ্যালেক্সের সাথে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন গ্যাব্রিয়েল। 

পড়ুন – হাসির গল্প এবং বিপদ। 

স্বভাব   

স্বভাব যায় না মলে, খাছলত যায় না ধুলে 

উপরোক্ত আচরন গুলোর বিষয়ে কমবেশি আমরা জানি। কিন্ত এই প্রাণীর একটা বাজে বৈশিষ্ট হল হিংস্রতা। ধরুন একটা কুকুর গাছের তলায় শুয়ে ঝিমাচ্ছে। হঠাৎ দেখবেন সে লাফিয়ে উঠে ঘেউ ঘেউ শুরু করছে। এদিকে ওদিকে তাকাচ্ছে। অথবা আশপাশে কোন কুকুর থাকলে তার উপর ঝাপিয়ে পড়ছে, কামড়ে দিচ্ছে। 

কারন কি ? 

ওর পায়ু পথ দিয়ে যখন বাতাস অর্থাৎ পাদ বের হয়। তখন শব্দ হয়, শব্দটা তার বিরক্তি এবং ভীতির উদ্রেক করে। কিন্তু সে যে বায়ু ত্যাগ করল, এটা সে স্বীকার করে না। এই দায়টা সে অন্যের উপর চাপায়। নিজে সাধু সাজে।    

সুখ কোথায় কিভাবে পাবেন।

স্বভাব 

এই খাছলত টা দেখবেন কোন নিকট জনের মাঝে, কখনো অফিসে কোন বসের আচরনে। কখনো এলাকার কোন পাতি নেতা, নেতা বা ধনাঢ্য ব্যক্তির মাঝে।
কোন কোন ক্ষমতাধর মানুষ কাজটি করেন শৈল্পিক উপায়ে। তারা তাদের সব ভুল আর অন্যায়ের দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে মিষ্টি হাসেন। আর নানান রকম উপদেশ দেন।

সেলিম হোসেন – ০১/০২/২০২৪ ইং – প্রতিকি ছবি গুলো পেক্সেল থেকে নেয়া 

3 thoughts on “কুকুর আর মানুষের স্বভাব ! কুকুরের ৭ টি ভালো স্বভাব। নেট দুনিয়ায় ভাইরাল ঘটনা। 7 good qualities of dogs

  1. Pingback: মানুষ কেন আত্মহত্যা করে ১০ টি কারন। তোমার কষ্ট বাস্তব, কিন্তু এটি চিরস্থায়ী নয় 10 reasons why people commit suicide. - OVIZAT

  2. Pingback: জামাতে নামাজ আদায় কেন করবেন - বিজ্ঞান কি প্রমান দেয় ? ৩৭ টি হাদিস Why should you pray in congregation - does science prove it? 37 hadiths - OVIZAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *