ইউটিউবার নিশা বছরে আয় ১১ কোটি টাকা। বিশ্ব সেরা ১০ ইউটিউবার চ্যানেল কে জানেনতো? Do you know the world’s top 10 YouTuber channels?

ইউটিউবার

চাকরি ছেড়ে ইউটিউবার: ৩ কোটির বেতন ছেড়ে ১১ কোটি আয়ের রোমাঞ্চকর গল্প!

নিশার সেই লন্ডন-প্রভাত: একঘেয়েমির শৃঙ্খল

ভোর নেমেছে লন্ডনে। বাইরে তুষারপাত চলছে। জানালা খুললেই ঘরে ঢুকবে শরীর জমিয়ে দেওয়া ঠাণ্ডা। নিশার মন কিছুটা বিষণ্ণ। দ্রুত তৈরি হয়ে অফিসে যেতে হবে। বিছানা ছেড়ে ওয়াশ রুমের দিকে ছুটলেন।

তৈরি হয়ে মেট্রো স্টেশনের দিকে দ্রুত হাঁটছেন তিনি, যদিও তুষারে পা পিছলে যাওয়ার ঝুঁকি আছে। অফিসে সময়মতো পৌঁছানোর ট্রেন ধরতে না পারলে ৮ মিনিট দেরি হয়ে যাবে। সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিশা। যাক, তাহলে সময়মতো অফিসে ঢোকা যাবে।

প্রতিদিন একই অফিস, একই ধরনের কাজ। ধীরে ধীরে এই জীবনটা একঘেয়ে ঠেকছিল।

জীবনে সফল হতে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জীবনের যে দিক গুলোতে উদ্দীপনা পাবেন। 

ইউটিউবার
ইউটিউবার

কর্পোরেট গোল্ডেন কেইজ: সফলতা যেখানে মানসিক তৃপ্তি দিতে পারেনি

২০২২ সালে লন্ডনে ক্রেডিট এগ্রিকোলে সহকারী পরিচালক (Assistant Director) হিসেবে বিনিয়োগ ব্যাংকার পদে যোগদান করেন নিশা। তারপর থেকে একটানা চলছে কর্পোরেট জীবন। অফিসে তার সুনাম ঈর্ষণীয়। কাজে কর্মে দারুন দক্ষ, পরিশ্রমী এবং বার্ষিক বেতনও মোটা অঙ্কের—ডলারে যার হিসাব বছরে ২ লাখ ৫৬ হাজার! বাংলা টাকায় যা প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা!

এত বেতন, এত সম্মানজনক মোট ৯ বছরের কর্পোরেট ক্যারিয়ার—তারপরেও নিশা অনুভব করেন এক গভীর শূন্যতা। এখানে গৎবাঁধা একই কাজ: বিভিন্ন কর্পোরেশন ও সরকারি পক্ষকে সহযোগিতা করা। কাজে কোনো ‘থ্রিল’ পাচ্ছিলেন না। গভীর ভাবনায় ডুবে গেলেন। কি করা যায়? মানুষের জন্য কিছু করা যায় কি?

যেই কথা, সেই কাজ: চাকরি ছাড়ার বিস্ফোরণ

সিদ্ধান্ত ফাইনাল। ছেড়ে দিবেন চাকরি। মানুষের জন্য কাজ করবেন, মানুষের সাথে যুক্ত থাকবেন। মানুষের জন্য কাজ করায় উত্তেজনা, আনন্দ, চ্যালেঞ্জ এবং মানসিক তৃপ্তি আছে।

অফিসে তিনি জানিয়ে দিলেন, চাকরিটা তিনি ছেড়ে দিচ্ছেন। মুহূর্তে হইহই পড়ে গেল অফিসে। এমন ডলারের খনি কে ছাড়ে?

একজন সহকর্মী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “চাকরি ছেড়ে কি করতে চান আপনি?”

“কন্টেন্ট ক্রিয়েট করব। ইউটিউবার হব।”

নিশার কথা শুনে সহকর্মী চমকে উঠলেন, একই সাথে হতাশও হলেন।

ইরানের বিখ্যাত শাসক নাদির শাহ্‌ কিভাবে দিল্লি জয় করলেন। 

ইউটিউবার
ইউটিউবার

নীরব দক্ষতার জাদু: ১১ কোটি টাকার আয়ের পথ

একটা কাজ নিশা খুব ভালোভাবে করতে পারতেন: ব্যক্তিগত অর্থায়ন (Personal Finance) এবং আর্থিক খাতের কঠিন বিষয়গুলো সবার কাছে সহজভাবে উপস্থাপন করা। একবার তিনি তার বাবা-মাকে সাহায্য করেছিলেন প্রায় ৪০ হাজার পাউন্ড কর এড়িয়ে যেতে।

নিজের এই জ্ঞানকে ছড়িয়ে দিতেই তিনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করলেন। ভিডিওর বিষয়বস্তু ছিল ব্যক্তিগত অর্থায়ন ও আত্মউন্নয়ন। ধীরে ধীরে তার চ্যানেলে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার যুক্ত হয়। সিএনএন থেকে সাংবাদিক আসে সাক্ষাতকার নিতে। নিশা দারুন আনন্দিত হন।

এই ইউটিউবার এক বছরে ইউটিউব থেকে আয় করেছেন বাংলা টাকায় ১১ কোটি টাকা! চোখ কপালে ওঠার মতো বিষয়!!

২০২২ সালের জুনে নিশা সিদ্ধান্ত নেন, প্রতি সপ্তাহে দুটি করে ভিডিও আপলোড করবেন তিনি। পরে একই বছরের সেপ্টেম্বর থেকে তিনি প্রতিদিন একটি ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নেন। এতে এক মাসে ৫০ হাজার নতুন সাবস্ক্রাইবার পান। বর্তমানে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১৫ লাখের বেশী।

১৫ জুলাই ২০২৪ সালে আমাদের মিডিয়াগুলো আগ্রহভরে প্রকাশ করে ইউটিউবার নিশা সাহার এই অবিশ্বাস্য সফলতার গল্প।

ইউটিউবার নিশার কন্টেন্ট দেখলে বুঝবেন, কেন তিনি দ্রুত সফল হলেন।

ইউটিউবার
ইউটিউবার

ইউটিউবার হতে চান? সাফল্যের প্রথম ধাপ—নিশ নির্বাচন

ইউটিউবার হতে চান? তাহলে আপনাকে প্রধান যে বিষয়ের উপর নজর দিতে হবে, তা হলো নিশ (Niche) বা কাজের ক্ষেত্র নির্ধারণ।

কোন ধরনের নিশ নির্বাচন করবেন? বা কি ধরনের নিশ নিয়ে কাজ করলে ভালো হবে? এই সব প্রশ্ন না করে চিন্তা করুন: আপনি কোন বিষয়ের উপর পারদর্শী?

মূল মন্ত্র: আপনি যে বিষয়ে এক্সপার্ট, সেটাকেই নিশ হিসেবে নির্বাচন করুন।

ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট, তাহলে এই সম্পর্কে ভিডিও তৈরি করে ইনকাম করতে পারেন। এক কথায় আপনি যা পারেন, যে বিষয়ে দক্ষ বা ভালো পারেন—সে বিষয়েই আপনি অন্যকে শেখাতে পারবেন। যে টপিক এর উপর আপনার জ্ঞান আছে, তা নিশ হিসেবে চিহ্নিত করলে ইউটিউবার হিসেবে সফল হবেন। ইউটিউবার নিশার কন্টেন্ট দেখলে বুঝবেন, কেন তিনি দ্রুত সফল হলেন: কারণ তিনি তার কর্পোরেট জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করেছেন।

গ্রিক দেবতা অরফিয়াসের ব্যর্থতা যে শিক্ষা দেয়। 

ইউটিউবার
ইউটিউবার

বিশ্ব সেরা ১০ ইউটিউবার চ্যানেল (২০২৩) – অনুপ্রেরণার উৎস

সাফল্যের এই পথে আপনার অনুপ্রেরণা বাড়াতে ২০২৩ সালের গ্রাহকসংখ্যার ভিত্তিতে বিশ্বসেরা ১০টি ইউটিউব চ্যানেল:

কোয়ালিটি বুঝতে মিঃ বিস্টের একটি ভিডিও দেখুন 

ক্রমিক চ্যানেলের নাম গ্রাহকসংখ্যা বিষয়বস্তু
টি–সিরিজ ২৪ কোটি ৭০ লাখ সংগীত ও সিনেমা (বিনোদন)
মি. বিস্ট (MrBeast) ১৭ কোটি ৫০ লাখ প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও
কোকোমেলন (Cocomelon) ১৬ কোটি ৩০ লাখ শিশুতোষ শিক্ষামূলক কনটেন্ট
সেট ইন্ডিয়া (SET India) ১৬ কোটি নাটক, রিয়েলিটি শো, কমেডি শো
কিডস ডায়ানা শো ১১ কোটি ৩০ লাখ শিশুদের খেলাধুলার ভিডিও
পিউডিপাই (PewDiePie) ১১ কোটি ১০ লাখ ভিডিও গেম ধারাভাষ্য ও কমেডি
লাইক নাসটিয়া (Like Nastya) ১০ কোটি ৬০ লাখ শিশুতোষ ভিডিও
ভ্লাদ অ্যান্ড নিকি (Vlad and Niki) ৯ কোটি ৯৯ লাখ নার্সারি শিশুদের কমেডি ভিডিও
জি মিউজিক কোম্পানি ৯ কোটি ৮০ লাখ গান, সিনেমার ট্রেলার ও টিভি শো
১০ ডব্লিউডব্লিউই (WWE) ৯ কোটি ৬৬ লাখ রেসলিং প্রতিযোগিতার ভিডিও

ইউটিউবার লেখাটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন। সেলিম হোসেন – ০২-০৩-২০২৫ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *