শুকতারা কি ভোর। গেট দিয়ে বের হয়ে আমাকে হাতের ডানে যেতে হয়। পায়ের নিচে সিমেন্ট পাথর মিশানো পাকা রাস্তা। ২ মিনিট সোজা হাঁটার পর আবার ডানে ঘুরলেই মসজিদের রাস্তা। মসজিদে পৌছাতে আরও দুই মিনিট। হাতের বাম দিকে ২০ ফিট চওড়া ড্রেন চলে গেছে বিরাট লম্বা সাপের মত। ডান পাশে গাছের সারি। তাজা অক্সিজেন ছাড়ছে বাতাসে।