রাসেল ভাইপার সাপ আরও যে কত সাপ বা সর্প শব্দটা শুনলেই অনেকেই আঁতকে উঠি। ভয়ে জড়সড় হয়ে পরি। আসলে বেশিরভাগই ভয়ংকর নয়। বরং শান্ত শিষ্ট ভীত। কিছু সংখ্যক আছে যারা বিষাক্ত। যাদের কামড়ে মানুষ বা অন্য প্রাণী মারা যায়। সাধারণত এরা আক্রান্ত হলে আত্মরক্ষার্থে আক্রমণ করে। কিন্ত মিডিয়ার কল্যানে রাসেল ভাইপার সাপ আমাদের ভীত করেছে।