ছাগল কাণ্ড বাংলাদেশ টু পাকিস্তান।
ছাগল পাকিস্তানেও এক সর্বনাশ করে ফেলেছে।
এবারের কোরবানির ঈদ উপলক্ষে এক বেপারি করাচি এসেছিলেন। ছাগল বিক্রি করতে । সিন্ধু প্রদেশ থেকে । যেভাবে ঢাকা শহরে আসেন, কোরবানির পশু বিক্রি করতে বেপারিরা। দেশের বিভিন্ন স্থান থেকে। আমরা পুরো ঘটনা জানব তার আগে অবলা প্রাণী নিয়ে কিছু তথ্য জেনে নেই।
ছাগল কত দিন দুধ দেয় ?
এটি স্তন্যপায়ী প্রাণী। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মত জন্মের পর এরাও মায়ের দুধ পান করে। নিয়মিত দোহন করলে দুই বছর পর্যন্ত দুধ দেয়। মা ছাগলের দুধ উৎপাদন ধরে রাখতে দুই বছর পর আবার প্রাণীটিকে গর্ভধারণ করাতে হয়।
স্ত্রী কর্তৃক পুরুষাঙ্গ কাটা যাচ্ছে স্বামীদের।
ছাগল কাণ্ড, ছাগল কত বছর পর্যন্ত বাঁচে।
আয়ু খুব বেশি নয়। সাধারণত ৯-১২ বছর। তবে বাড়িতে ঠিকঠাক মত যত্ন করলে ১৫-১৮ বছর পর্যন্ত বাঁঁচে। এর মাংস সুস্বাদু, ভালো প্রোটিনের উৎস।
ছাগল কাণ্ড, ছাগল কত প্রকার কি কি।
পৃথিবীতে প্রায় ৩০০ রকমের জাত আছে। কিন্তু আকার, আয়তন এবং বৈশিষ্ট্য ভেদে এরা একে অপরের থেকে আলাদা হয়। ২০১৮ সালে ব্ল্যাক বেঙ্গল গোটের জেনোম সিকোয়েন্সিং বা পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচিত হয়েছে। কাজটি সম্পন্ন করেছে বাংলাদেশের বিজ্ঞানীদের একটি দল। তাদের ধন্যবাদ।
ছাগল কাণ্ড মতিউর।
ভিডিও দেখুন – যেভাবে ধরা পড়লেন মতিউর।
দেশী একটি খাসি কে পুরো জাতি ধন্যবাদ জানাচ্ছে। তাকে আনা হয়েছিল কোরবানির টাকে হাটে বিক্রির জন্য। বিক্রিও হয় বেশ চড়া দামে। মতিউরের ছেলে কিনে নেয় ১৫ লাখ টাকায়। প্রাণীটি টি ভাইরাল হয়ে পরে। ১৫ লাখ টাকা দাম, সবাই অবাক হয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি এত বেহিসেবি টাকার উৎস কোথায়।
থলের বিড়াল বেরিয়ে পরে। ক্রেতার বাবা মতিউর কাস্টম অফিসার। বিরাট ঘুসখোর, প্রচুর টাকার মালিক। মতিউর প্রথমে নিজ ছেলেকে অস্বীকার করেন। নানান চাপে পরে আবার স্বীকার করেন। একটি খাসির পিছনে ১৫ লাখ টাকা ব্যয় করা ছেলেটি তারই। দুর্নীতি দমন কমিশন, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া নানান চাপে মতিউর বোরখা পরে দেশ ছেড়ে পালান।
পাকিস্তানি ছাগল কাণ্ড
ঐ যে প্রথমে বলেছিলাম, সেই ঘটনাটা এখন পুরোপুরি জেনে নেই। করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায় কোরবানির পশুর হাট বসে। বেপারি ছাগল গুলো এই হাটে তুলেন বিক্রির জন্য।
এক ভদ্রলোক কোরবানির পশু কিনতে আসেন। পছন্দ করেন। সাতটি খাসি কিনেন বেপারির কাছ থেকে। দাম পরিশোধ করেন।
পড়ুন – স্বামীর পুরুষাঙ্গ কেন কাটলো স্ত্রী।
কোরবানির পশুর দাঁত দেখতে হয়। এটাই নিয়ম। ভদ্রলোক একটি অবলা প্রাণীদের দাঁত পরীক্ষা করেন। অবাক হয়ে যান। একে একে সব গুলোর দাঁত পরীক্ষা করেন। সব গুলোর মুখেই প্লাস্টিকের দাঁত বসানো। আশ্চর্য !!
পুলিশে খবর দেন। পুলিশ বেপারিকে গ্রেফতার করেন। ছাগল সাতটি জব্দ করে থানায় নিয়ে যান। নিরীহ প্রাণীর প্লাস্টিক দাঁতের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় নিউজ টি।
আপনার আশপাশের ঘুসখোর এবং দুর্নীতিবাজ দের দিকে খেয়াল রাখুন। তাদের জীবনযাপন, কেনাকাটা লক্ষ্য রাখুন। তথ্য সংগ্রহ করুন। ভিডিও ধারন করুন। প্রয়োজনীয় সময়ে কাজে লাগান। বাংলাদেশ কে বাঁচান। আগামী প্রজন্মের জন্য দেশটাকে সুন্দর করা আমাদের দায়িত্ব।
পড়ুন – মতিউরের গ্রামের এলাহি কাণ্ড।
সেলিম হোসেন – ১৫/০৬/২০২৪