মাহাথির মোহাম্মদ ৯৯ বছর বেঁচে থাকার রহস্য জানালেন। Mahathir Mohamad revealed the secret of living 99 years

দি আলকেমিস্ট
মাহাথির মোহাম্মদ

৯৯ তম জন্মদিন পালন করলেন মাহাথির মোহাম্মদ। এখনো সুস্থ আছেন। এত বছর সুস্থ থাকার রহস্য কি ? সাংবাদিকরা প্রশ্ন করেছেন। তিনি উত্তরও দিয়েছেন।

জন্ম ১০ ই জুলাই ১৯২৫ সাল। কেদাহ রাজ্যের আলোর সেতার নামক এলাকায়। এলাকাটি রাজধানী কুয়ালালামপুর থেকে ৪৪৫ কিলোমিটার দূরে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তিনি। ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 

মাহাথির মোহাম্মদ

২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। নাজিব রাজাক প্রধানমন্ত্রী হলে দুর্নীতি ব্যপকতা লাভ করে। তিনি ব্যাথিত হন। অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর আবার রাজনীতিতে আসেন। বয়স তখন  ৯২ বছর।  ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়লাভ করেন।  পরদিন ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সর্বশেষ ১৯ নভেম্বর ২০২২ নির্বাচনে হেরে যান।

জেনে নিন – আজীবন সুস্থ থাকতে কিভাবে ভালো অভ্যাস গড়তে হয়। 

মাহাথির মোহাম্মদ এর উক্তি

প্রধানমন্ত্রী থেকে অবসর গ্রহনের পর সাংবাদিক রা তাকে প্রশ্ন করেন সফল হতে কি করা প্রয়োজন। তিনি বলেন ” কোন কাজে সফল হতে দরকার প্রয়োজনীয় প্রস্তুতি। আর কঠোর পরিশ্রম।

মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন

তিনি ছিলেন একজন চিকিৎসক । সরাসরি রাজনীতিতে আসেন। সাংসারিক জীবনে তার এক স্ত্রী সিতি হাসমাহ সহ সাত সন্তান রয়েছে। তিনি  তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচ বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২২ বছর একটানা প্রধানমন্ত্রী থাকেন। দ্বিতীয় মেয়াদে ২ বছর ক্ষমতায় থাকেন।   

মাহাথির মোহাম্মদ

দেখুন – আজীবন সুস্থ থাকতে ডাঃ জাহাঙ্গীর কবির কি পরামর্শ দিচ্ছেন। 

দেশটির প্রায় সবকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জানাগেছে, সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে মাহাথির মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। মূলত মাহাথিরের নেতৃত্বেই একটি অনুন্নত দেশ থেকে থেকে দ্রুত মালয়েশিয়া এশিয়ার ইউরোপ হিসেবে মর্যাদা লাভ করে।

দেশটির জাতির জনক টেংকু আবদুল্লাহ হলেও মাহাথিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক। স্যালুট এই দেশপ্রেমিক কিংবদন্তিকে। 

মাহাথির মোহাম্মদ

সেলিম হোসেন – ১১/০৭/২০২৪ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *