পরকীয়া মানে কি
ইংরেজি শব্দ Adultery বা Extramarital affair বা Extramarital sex) । বিবাহিত কোন ব্যক্তি (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ড হল বাংলায় পরকীয়া। পরকীয়ায় কেন মানুষ বেপরোয়া, হিংস্র হয়ে উঠে। সব কিছু আমরা জানার চেষ্টা করব।
পরকীয়া প্রেমের লক্ষন কি
অবহেলা খেয়াল রাখুন আপনার স্বামী/স্ত্রী আপনাকে অবহেলা করছে কিনা । ফেসবুক পরকীয়ার একটি অন্যতম কারণ হচ্ছে ফেসবুক।স্বামী/স্ত্রী কি ফেসবুকে বেশি সময় কাটাচ্ছেন। স্বামী/স্ত্রী খেয়াল করুন কেউ একজন হঠাৎ কেউ বেশি বেশি সাজগোজ করছেন কি না। কোথায় যাচ্ছ ,কখন ফিরছ, বাসায় নাকি বাইরে খাবে বেশি হলে পরকীয়ার আশঙ্কা।
স্বামী/স্ত্রী যৌন সম্পর্কে অনীহা প্রকাশ। পরকীয়ায় আসক্ত ব্যাক্তি অকারনে রেগে যাবেন। নতুন কোন নাম তার মুখে বার বার শোনা যাবে। মোটামুটি এ বিষয় গুলো আসক্ত হওয়ার লক্ষন।
পড়ুন – কিভাবে দ্রুত ওজন কমাবেন, সুস্থ এবং তরুন থাকবেন আজীবন।
পরকীয়ায় বাধা দেয়ায় খুন হলেন শাশুড়ি।
১৩ ই জুন ২০২৪
সুরপাড়া এলাকা, বৌলতলি ইউনিয়ন। লৌহজং উপজেলা, মুন্সি গঞ্জ। পুলিশ ও স্থানীয়রা জানান। পরকীয়ায় লিপ্ত ছিল ছেলের বউ লিমা বেগম । একই বাড়িতে থাকতেন পরিবারের সবাই। শাশুড়ি হোসনে আরা বেগমের সঙ্গে ছেলের বউ লিমার পরকীয়া নিয়ে কলহ চলছিল।
ঘটনাটি বৃহস্পতিবার ভোর বেলা। দুজন কলহে লিপ্ত ছিলেন। এক পর্যায়ে উভয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে পরেন। লিমা বেগম ঝাপিয়ে পরেন শাশুড়ির উপর। ধ্বস্তাধস্তি চলতে থাকে। ঘরে পুরনো টিনের বেড়া। চুলচুলি করতে করতে দুজনে ঘরের বেড়ার উপর পরেন।
বেড়া ভেঙে যায়। ঘরের পিছনেই ছিল পুকুর। দুজনে একসাথে পুকুরে পরেন। কিছুক্ষন পর লিমা বেগম পুকুর থেকে উঠে আসেন। হোসনে আরা ডুবে যান। পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ লিমাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় হোসনে আরা পুকুরের পানিতেই রয়েছে। পরবর্তীতে লৌহজং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভোরের দিকে মৃত অবস্থায় হোসনে আরা বেগম কে উদ্ধার করে।
লিমার স্বামী আরিফ হোসেন অভিযোগ করে বলেন। আমার স্ত্রী পরকীয়ায় জড়িত। এ বিষয়ে একাধিকবার তাকে বাধা-নিষেধ করেও প্রতিকার পাইনি। এ নিয়ে আমার মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া-ঝাটি হতো।
ভিডিও দেখুন – পরকীয়া কি সর্বনাশ ঘটাতে পারে।
১০ ই জানুয়ারি ২০২৪ বুধবার ছোট বারুন্দি, জামসা ইউনিয়ন। সিঙ্গাইর উপজেলা, মানিকগঞ্জ। এক সপ্তাহে আগে বিদেশে যান স্বামী। আইরিন আক্তার জড়িয়ে পরকীয়ায়। ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক লাল মুদ্দিনের সাথে। ধরা পরেন শাশুড়ির হাতে। শাশুড়ি পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান।
মঙ্গলবার রাত। আইরিন দুধ গরম করার অজুহাতে পাশের রুমে যান। শুরু করেন গিয়ে প্রেমিকের সাথে ফোনে আলাপ। ওই সময় শাশুড়ি তার ফোনালাপ শুনে ফেলেন। দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আইরিন তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন। এরপর চাকু দিয়ে উপর্যুপুরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লাশ ঘর থেকে অন্যত্র সরানোর সময় শব্দ হয়। ঘুম ভেঙে যায় পাশের রুমে থাকা নিহতের স্বামী সোনামুদ্দিন । তিনি এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে আঘাত করেন আইরিন। এতে তার ঠোঁট কেটে যায়। ওই সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আইরিনকে আটক করে । পুলিশকে খবর দেয়।
পরকীয়ার কাকে বলে ?
দুটো ঘটনার মাধ্যমে আমরা জানলাম। কি হয় এর পরিনাম। এমন ঘটনা এখন অহরহ ঘটছে। প্রতিদিন আমরা সংবাদে দেখছি।
পুরুষ কেন পরকীয়া করে।
পরকীয়া মানে কি ? প্রশ্নের উত্তর খুজেছেন ডেসমন্ড জন মরিস । একজন ইংরেজ প্রাণীবিজ্ঞানী, নৃতাত্ত্বিক এবং পরাবাস্তববাদী চিত্রশিল্পী, সেইসাথে সমাজবিজ্ঞানের একজন জনপ্রিয় লেখক। তার লেখা একটি বই প্রকাশিত হয় ” The naked man” ২০০৭ সালে
সেখানে তিনি লিখেন পুরুষের পরকীয়া মানে, একটি আদিম স্ট্রাটেজি ” যখনি সম্ভব এবং যেখানেই সম্ভব পুরুষ তার বীজ বপন করতে চায় “।
যদি একটি পুরুষ একটি প্রাপ্ত বয়স্ক নারীর সংস্পর্শে আসে , যে তার পরিবারের লোক নয়, তখন সেই নারীর সঙ্গে পুরুষটি একটি সংক্ষিপ্ত যৌন লীলায় রত হতে তীব্র আকাঙ্খা বোধ করতে পারেন। যদিও পুরুষ অন্যখানে বীজ বপনের তাড়না বোধ করেন, শেষ বিচারে পুরুষ পরিবারেই থাকতে চান।
পড়ুন – কেন পুলিশ স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী।
নারী কেন পরকীয়া করে। পরকীয়া মানে কি সর্বনাশ হতে পারে, নারী জানে না ?
এখন প্রশ্ন হল নারী কেন তার বৈধ পার্টনার থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করেন। দৈহিক সম্পর্কের ঝুকি নেন। যেখানে ধরা পড়লে পরিবার ভেঙে যেতে পারে। নারীর পরকীয়া মানে সন্তানদের জীবনে নেমে আসতে পারে বিপর্যয়।
দুটি কারনে
ডেসমন্ড মরিস বলেন, মনেহয় প্রকৃতি নারী দেহকে দুইভাবে প্রোগ্রাম করে দিয়েছে। নারী চায় দুটি ভিন্নভাবে পুরুষের মুল্যায়ন করতে।
প্রথমত নারী মুল্যায়ন করেন তার পুরুষটি সামাজিক ভাবে সফল কি না। পুরুষটি কি তার সন্তানদের প্রতি মনযোগী হবেন ? পুরুষটি বিশ্বস্ত থাকবেন কি না। দ্বিতীয় মুল্যায়নে নারী চান সুদর্শন, সন্তান উতপাদনে সমর্থ পুরুষ। শারীরিক ভাবে সক্ষম পুরুষ।
পড়ুন – অনিন্দ্য সুন্দরী জোহরা আকাশের কোথায় আছেন।
পরকীয়া মানে কি আইনি অপরাধ ?
দেশের প্রচলিত আইনে পরকীয়া মানে ব্যভিচার। অর্থাৎ অবৈধ যৌনতায় লিপ্ত থাকা। দণ্ডবিধির ৪৯৭ ধারা । স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়লে আইনি প্রতিকার রয়েছে। তবে একইভাবে স্বামী যদি পরকীয়ার সম্পর্কে জড়ায় তখন তার বিরুদ্ধে আইনগত কোনো প্রতিকার নেওয়ার সুযোগ নেই।
জীবনে সবচেয়ে বড় পাওয়া শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকা। পরকীয়া মানসিক ভাবে অসুস্থ করে দেয়। দুনিয়াতেই মানুষকে দোজখের আগুনে পোড়ায়। পরকীয়া থেকে মুক্ত থাকতে সবচেয়ে ভাল উপায় ধর্মীয় অনুশাসন মেনে চলা। হেলদি লাইফ স্টাইল অনুসরন করা।