ধর্ষণ জাপানে !!
এক কিশোরী ধর্ষিতা হয়েছেন। এই কুকীর্তি টি ঘটেছে জাপানে। ঘটনার নায়ক একজন মার্কিন বিমান সেনা। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই জাপানে মার্কিন সেনা ঘাঁটি বিরাজমান। গত মার্চ মাসে ঐ সেনার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। মঙ্গলবার এ ঘটনা প্রথমবারের মতো সামনে আসে।
ধর্ষণ অভিযুক্ত ইসমাইল ভাই
আমাদের একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আছেন। যিনি ইসমাইল ভাই নামে পরিচিত। হাস্যরস মিশ্রিত কনটেন্ট তৈরি করেন। অনেক ভক্ত আছে তার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এমন কাণ্ডের।
ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। ময়মনসিংহের হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ঈসমাইল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ৯ জুলাই ২০২৪ তারিখে। ঈসমাইল মেয়েটিকে স্ত্রী দাবি করেন। কোনো প্রমাণ দেখাতে পারেন নি। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়।
পড়ুন – ন্যাচারাল উপায়ে গ্যাস্ট্রিক দূর করার ৫ টি উপায়।
ধর্ষণ ভিডিও করে ফরহাদ
৩০ শে জুন ২০২৪ । ফরহাদুজ্জামান একজন ফিজিওথেরাপিস্ট। তিনি ধর্ষণ করেছেন গৃহকর্মীকে। শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক এলাকার বাসিন্দা ফরহাদুজ্জামান। মাস দুয়েক পূর্বে ফরহাদের সাথে পরিচয় হয় গৃহকর্মীর মায়ের। সেই সূত্রে মেয়েকে বাসায় কাজে দিতে বলেন ফরহাদ। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করে মেয়েকে ফরহাদের বাসায় রেখে যান। কয়েক দিন পরই সে তাঁর মেয়েকে ধর্ষণ করে। মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
২১ জুন পুনরায় অপকর্মটি করে ফরহাদ। জানতে পেরে মেয়েকে নিয়ে যান মা। এরই মধ্যে শনিবার সকালে তাঁর এক আত্মীয় ফেসবুকে ফরহাদের সৃষ্ট নিকৃষ্ট ভিডিওটি দেখতে পায়। মেয়েটির মাকে ফোনে জানায়। সেদিনই সন্ধ্যায় তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন মেয়েটির মা। রাতেই পুলিশ ফরহাদকে গ্রেপ্তার করে।
পড়ুন – পরকীয়া কেন বাড়ছে ? অশান্তির আগুন বহু সংসারে।
ধর্ষণ জাপানে
জাপানে প্রায় ৫৪ হাজার মার্কিন সেনা রয়েছেন। তাঁদের বেশির ভাগই থাকেন দেশটির ওকিনাওয়া দ্বীপে। সেখানেই প্রথমে এই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর ধর্ষণ করা হয়। ক্ষোভ, উত্তেজনা চলছে ওকিনাওয়া বাসিদের মাঝে। আশঙ্কা করা হচ্ছে ক্ষোভ বিক্ষোভে পরিণত হতে পারে।
জাপানে এর আগেও মার্কিন সেনাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ধরনের ঘটনায় সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল ১৯৯৫ সালে। সে বছর ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করেন তিনজন মার্কিন সেনা। এর প্রতিবাদে কয়েক মাস ধরে বিক্ষোভ চলেছিল।
এখন যে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তার বয়স ১৬ বছরের কম। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। অভিযুক্ত মার্কিন সেনার বয়স ২৫ বছর। তিনি বিমানবাহিনীর সদস্য। গত ২৪ ডিসেম্বর তিনি ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করেন। তার পরিবারের অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত সেনাকে শনাক্ত করা হয়।
মঙ্গলবার ধর্ষণের এই ঘটনা জনসম্মুখে প্রকাশ করেন জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেন, গত মার্চ মাসের শেষের দিকে ওই সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর থেকে তিনি জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর হেফাজতে রয়েছেন।
মার্কিন কর্মকর্তারা তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করছেন । হায়াশি বলেন, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েলের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। আগামী ১২ জুলাই ধর্ষণের এই মামলার শুনানি শুরু হবে।
জেনে নিন – পুরুষ কেন বেপরোয়া হয়, কেন যৌন লালসায় ঝাপিয়ে পরে।
জাপানের স্থানীয় গণমাধ্যম জানায়। অপকর্মের সময় ওই সেনা দায়িত্বে ছিলেন না। সে সময় তিনি একটি পার্কে ঘোরাফেরা করছিলেন। কিশোরী কে দেখে তার লালসা জাগে। কিশোরীর দিকে এগিয়ে যান। তারপর কথা বলার জন্য তাকে নিজের গাড়িতে উঠতে বলেন। এরপর ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে সেনা ঘাঁটি রয়েছে। একক ভাবে সবচেয়ে বেশি মার্কিন সেনা রয়েছে জাপানে। জাপানে অবস্থান করা মার্কিন সেনাদের মধ্যে প্রায় ৩০ হাজারই থাকেন ওকিনাওয়ার সামরিক ঘাঁটিতে। এই ঘাঁটিটি ওয়াশিংটনের জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ, তাইওয়ান থেকে এটি তেমন দূরে নয়। তাই ভবিষ্যতে চীনের হুমকির মুখে তাইওয়ানে দ্বীপটি থেকে দ্রুত তৎপরতা চালাতে পারবে যুক্তরাষ্ট্র।
লেখাটি শেষ করছি বারাক ওবামাকে দিয়ে। আত্মজীবনীতে বারাক ওবামা লিখেছেন। সিনেটর নির্বাচিত হয়ে ফেডারেল রাজধানী ওয়াশিংটন যাচ্ছিলেন। তার নির্বাচনী এলাকার কিছু লোক তার সাথে দেখা করলেন। তাকে বললেন ” প্লিজ স্টে হু ইউ আর। ” অর্থাৎ আপনি যা আছেন তাই থাকবেন ওখানে গিয়ে বদলাবেন না। আমরাও আমেরিকান সৈন্যদের আহ্বান করি। আপনারা সৈন্য থাকুন ধর্ষণকারী হবেন না।
ছবি গুলো প্রতীকী
২০.০৬.২০২৪