ডেট এ যাওয়ার জন্য ছুটি দিচ্ছে অফিস ঘটনা থাইল্যান্ডে! 3 incidents of dating rape

ডেট
ডেট মানে কি 

” লিটনের বাসা” শব্দটি আমাদের কাছে বেশ পরিচিত। নাটক সামাজিক মাধ্যম বিভিন্ন কারনে শব্দটি বহুল পরিচিতি পেয়েছে। এই যে লিটনের বাসায় দুজন তরুন তরুণীর নির্জনে সাক্ষ্যাত করা, একান্তে কিছু সময় কাটানো এটাকেই আমরা সাধারণত বলি ডেট। ডেট এর ধারনা আমাদের দেশে এসেছে  পশ্চিমী দুনিয়া থেকে। সেখানে দুজন নরনারী রেস্টুরেন্ট, হোটেল বা বাসায় অনায়াসে দেখা করে। কোন দ্বিধা নেই, সংকোচ নেই, লজ্জা নেই। আমাদের দেশে আগে প্রেমের বিষয় টা কিছুটা লাজুকতায় ভরা ছিল। এখন পরিবেশ একেবারেই বদলে গেছে।

এখন দুজন মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়। এরপর প্রেম, ভালোবাসা বা বৈবাহিক সম্পর্কে জড়ানোর জন্যে একটি নির্দিষ্ট জায়গা তারা ঠিক করে। নির্দিষ্ট সময়ে তারা সেখানে মিলিত হয়।  একে-অপরকে পরখ করে, খাওয়া দাওয়া করে, দেহ বিনিময় করে। তারা একই সাথে প্রেমানন্দ, যৌন আনন্দ লাভ করে। ডেটিং এর কর্মকাণ্ড এভাবেই চলছে। এতে একে অপরের সাথে তাদের বোঝাপড়া নাকি ভালো হয়। যা ভবিষ্যতে তাদের সম্পর্ক বিয়ের দিকে যাবে কিনা তা নির্ধারণ করে।

ডেট

পড়ুন – লিভার ধ্বংসের কারন ও প্রতিকার। 

কিভাবে ডেটিং করতে হয়? 

সব বিষয়েই আপনি পরামর্শ পাবেন পশ্চিমে। তেমনি ডেটিং এর অনেক পরামর্শ দেখা যায়, বিভিন্ন মিডিয়ায়। তারা বলেন একটি প্রেম-ভালোবাসার সম্পর্কে জড়ানোর পূর্বে এবং পরে ডেটিং করা অত্যন্ত জরুরী। ডেটিং করার জন্য প্রথমে প্রয়োজন একজন সঙ্গী। আপনার ডেটিং সঙ্গী অবশ্যই তিনিই হবেন আপনি যার সাথে সম্পর্কে জড়াতে চাচ্ছেন বা জড়িয়েছেন। প্রথমে দুজনে মিলে আপনাদের পছন্দের একটি নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন। যেখানে আপনারা বসে নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। মনের ভাব আদান-প্রদান করতে পারবেন। সেই সাথে যদি সেখানে পছন্দের খাবার পাওয়া যায় তাহলে খুব ভালো। ডেটিং এ যাবার পূর্বে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি হবেন।

মুখের দুর্গন্ধ এড়াতে মাউথ ওয়াস ব্যাবহার করবেন। এমন পোশাক পরবেন যেন আপনাকে স্মার্ট এবং সুন্দর দেখায়। পোশাকের দিক থেকে আপনাকে যেন আনকম্ফোর্টেবল মনে না হয়। একেবারে টাইট পোশাক পড়বেন। বিশেষ করে মেয়েরা ত্বকের সাথে আটকে লেগিংস পরে যাবেন না। কারন এতে যোনিদেশ ঘামবে এবং দুর্গন্ধ ছড়াবে। সাথে অবশ্যই কিছু টাকা পয়সা রাখবেন। একসাথে খাওয়া দাওয়া করা, ঘুরে বেড়ানো এবং কেনাকাটা করার জন্য কাজে লাগবে। পছন্দের কিছু ফুল কিনে নিয়ে যেতে পারেন।

পড়ুন – একটি ব্রান্ডিং নাম কিভাবে প্রডাক্টের বিক্রি বাড়িয়ে দেয়। 

এরপর আত্মবিশ্বাসের সাথে সঙ্গীর সাথে দেখা করুন। তার সাথে কথাবার্তা বলা শুরু করুন। প্রথমে তার আগ্রহ বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী ধাপে ধাপে আপনি কথা বলা চালিয়ে যান। একজন-আপরজনকে জানার ও বোঝার চেষ্টা করুন। দুজনের সম্মতিতে মনের ভাব, ভালো লাগা, ভালোবাসা বা একটু রোমান্টিকতা আদান-প্রদান করুন।

এবার আরো কোথাও ঘোরার থাকলে সেখানে ঘুরতে যান এবং একসাথে পছন্দের খাবার খান। সঙ্গীর পছন্দের কোন জিনিস কিনে দিতে পারেন বা সাথে গিফট হিসেবেও নিয়ে যেতে পারেন। তারপর সঙ্গীর সাথে সময় কাটাতে আপনার কেমন লাগলো, তাকে কেমন লাগলো এবং তার কিছু প্রশংসার করে শেষ কিছু কথাবার্তা বলে বিদায় জানিয়ে চলে আসুন। এছাড়াও ভবিষ্যতে কবে ও কোথায় পরবর্তী ডেটিং (Dating) করতে চান সে ব্যপারে আলোচনা করতে পারেন। এমন পরামর্শই পশ্চিমে প্রেমিক প্রেমিকাকে দেয়া হয়।

ডেট

১. ডেট এ গিয়ে ধর্ষণ 

আমেরিকান মডেল পদ্মলক্ষি। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক কোণায় এই পাহাড়সম যন্ত্রণাকে আটকে রাখেন তিনি। পর সে প্রসঙ্গে মুখ খুললেন আমেরিকান মডেল ।

সমালোচিত লেখক সালমন রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মলক্ষ্মী জানান, মাত্র ৭ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। সেটাও আবার সৎ বাবার কাছ থেকে। মায়ের অবর্তমানে সৎ বাবা তাঁর শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করতেন নোংরাভাবে। একদিন মাকে সেই কথা জানাতেই, তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় এক বছর ভারতে তিনি তাঁর দাদু, ঠাকুমার সঙ্গে থাকতেন এই কারণে। মায়ের এমন ব্যবহারে মন খারাপ হলেও, পরবর্তীতে বুঝতে পেরেছিলেন এইসব বিষয়ে মুখ খুলে কিংবা প্রতিবাদ করে কিছুই হবে না। ঘটনার সত্যতা কেউ কখনও খতিয়ে দেখেন না।

ভিডিও দেখুন – কেন ধর্ষণের পর হত্যা করা হল ডাক্তার কে ? 

শৈশবের এমন ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি ঘটে যখন তারা লস এঞ্জেলসের শহরতলী থাকতেন। সেসময় ২৩ বছর বয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ফলে ওই যুবকের সঙ্গে ডেটিং যাওয়াও শুরু করেন। তবে ডেটিং শুরু করার কয়েকদিনের মধ্যেই কোনও এক নববর্ষের বিকেলে তাকে ধর্ষণ করেন ওই যুবক। বছরের শুরুর দিনেই ভালবাসার মানুষের হাতে ধর্ষিত হতে হয় বলে অভিযোগ করেন এই জনপ্রিয় মডেল।

‘ভার্জিন’ অবস্থায় তাঁকে যেভাবে যৌন হেনস্থার স্বীকার এবং ধর্ষিত হতে হয়, সে কথা মনে করলে এখনও শিউরে ওঠেন পদ্মালক্ষ্মী। তবে ভবিষ্যত প্রজন্মকে যাতে এইসব ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই প্রার্থনাই করেন এই জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। খবরটি মানবজমিন প্রকাশ করে ২৬-০৯-২০১৮ ইং তারিখে।

ডেট

২. ডেটিং এপে পরিচয় ধর্ষণ 

ইদানিং ডেটিং এপ খুব জনপ্রিয়তা পেয়েছে। এখান থেকে অনেকেই সম্পর্কে জড়াচ্ছেন হরহামেশা, ঘটছে নানা ঘটনা। বিমান বালার পরিচয় যুবকের সাথে ডেটিং এপে। বিমানবালা তরুণীটি ওয়াকড়ে পেয়িং গেস্ট হিসেবে থাকেন। গত ২৫ ডিসেম্বর জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে দু’জনের যোগাযোগ হয়। তারপর দিন দেখা। মাত্র একদিনের পরিচয়। যুবক টি তাকে আহ্বান করেন ডেটিং এ, বিমান বালা রাজি হয়ে যান।

যুবকের বাড়িতে চলে যান। মদ্য পান করেন বিমান বালা। এরপর যুবক যুবতি বিমানবালার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করেন। যুবতি যুবক কে বাধা দেন। বাধা পেয়ে হিংস্র হয়ে উঠেন যুবক। মারধর করেন বিমানবালাকে। এরপর জোর করে ধর্ষণ করেন যুবতিকে। এমন ভাষ্য পুলিশ কে দেন । ধর্ষণের শিকার যুবতির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিজিত্‍‌ বাঘ (২৬) নামের যুবককে গ্রেপ্তার করে পুনের পিম্পরি চিংচবড় থানার পুলিশ। খবরটি আমরা জানতে সমকাল পত্রিকায় ২৯/১২/২০২০ ইং তারিখে। পুলিশ যুবক কে গ্রেফতার করে যুবক কে জেল হাজতে পাঠায়।

ডেট

৩. ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী 

এ ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের গুরগ্রামে। ডেটিং এপে পরিচয় বন্ধুর সাথে। এরপর দেখা করতে যান। হোটেল রুম ভাড়া করেন যুবক। তারা হোটেল রুমটাতেই উঠেন। গল্প গুজব করেন, খাওয়া দাওয়া করেন। ওই রাতেই ধর্ষণের শিকার হন তরুণী। তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন – তাকে খাবারের সাথে কোন কিছু মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হয়ে পরেন। কয়েক জন বন্ধু মিলে ধর্ষণ করেন তরুণীকে।

তারা ধর্ষণের ভিডিও করেছেন। পুলিশের কাছে একথা বলেন তরুণী। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেটিং অ্যাপ থেকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরে তাঁর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় একটি হোটেলে ওই যুবক আর তাঁর বন্ধু মিলে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ২৬/০৭/২০২৩ ইং তারিখে ঘটনাটি মিডিয়ায় প্রকাশ পায়।

ডেট

ডেটিং যাওয়ার জন্য ছুটি দিচ্ছে অফিস! 

কর্মব্যস্ততা আর নানারকম চাপ জীবনে। যে কারনে সময় বের করা কঠিন। বঞ্চিত হয় পরিবার পরিজন, প্রিয়জনেরা। সামাজিক মাধ্যমে অনেকেই দুঃখ প্রকাশ করেন যে অফিসে এত চাপ, প্রেম করার মতো সুযোগও পান না। যেখানে অফিসের চাপে নাজেহাল সবাই, সেখানেই খোলা হাওয়া এনে দিচ্ছে এক সংস্থা। কর্মীদের প্রফুল্ল রাখতে প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। দিচ্ছে প্রেম করার জন্য ছুটি; এর জন্য বেতনও কাটা হবে না।

স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা তাদের কর্মীদের ‘টিন্ডার ডেটে’ যাওয়ার জন্য ছুটি দিচ্ছে। শুধু তাই নয়, টিন্ডার অ্যাপের গোল্ড ও প্লাটিনাম সাবস্ক্রিপশনের খরচও বহন করবে সংস্থাই। হোয়াইটলাইন গ্রুপ নামে ওই মার্কেটিং সংস্থা লিঙ্কডইন পোস্টে লিখেছে, আমাদের কর্মীরা কারোর সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার লিভ ব্যবহার করতে পারেন। জুলাই মাস থেকেই এ ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের। সংস্থাটির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়, তারা কর্মীদের সুস্বাস্থ্য ও মন ভালো রাখতেই এই উদ্যোগ নিয়েছেন। কর্মীরা খুশি থাকলে, তাদের মন ভালো থাকলে কাজের মানও বাড়বে বলেই তাদের বিশ্বাস। খবর টি মিডিয়ায় আসে ০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে।

পড়ুন – কারবালা পরবর্তী কাহিনি যা আপনি জানেন না !! 

ডেট  

সেলিম হোসেন ২৯/০৯/২০২৪ ইং – ছবি গুলো প্রতীকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *