আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রেকর্ড ভাঙবে ? ঐতিহাসিক অবাক করা ঘটনা। America election will break record

আমেরিকা
আমেরিকা 

জমে উঠেছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪। বাইডেন ভার্সেস ট্রাম্প। কে জিতবে ? নানান জল্পনা আছে। বিভিন্ন সংস্থ্যার জরিপ আছে। তর্ক আছে বিতর্ক আছে।  

তবে আমরা একটু ভিন্ন আলোচনা করি। বাইডেন এবংট্রাম্প দুজনেই বয়বৃদ্ধ। যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি কি মেয়াদ পূর্ণ করতে পারবেন ? নাকি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে মারা যাবেন? 

পড়ুন – অতিতের গ্রামীণ পরিবেশ প্রতিবেশ 

আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকা 

আমেরিকান প্রেসিডেন্টদের মৃত্যু বরনে একটা অদ্ভুত মিল আছে । যে নির্বাচনী বছরের শেষ সঙ্খ্যা শূন্য। সে বছরে যিনি নির্বাচিত হন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন মৃত্যু বরন করেন।  

যেমন ১৮৪০ সালে নির্বাচিত হন। বীর যোদ্ধা হাসিন, তিনি আততায়ীর গুলিতে নিহত হন।  

১৮৬০ এ আব্রাহাম লিঙ্কন নির্বাচনে বিজয়ী হন। তিনি ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় বার নির্বাচিত হন। তিনিও আততায়ীর গুলিতে নিহত হন।

এরপর ১৮৮০ তে নির্বাচিত হন গারফিল্ড। তিনিও আততায়ীর গুলিতে নিহত হন।

১৯০০ তে নির্বাচনে বিজয়ী হন উইলিয়াম ম্যাককিনলে। দুর্ভাগ্য উইলিয়াম ম্যাককিনলে কেও আততায়ীরা হত্যা করে।

১৯২০ এ নির্বাচিত হন ওয়ারেন হারডিং। একটি রহস্যময় পরিস্থিতিতে তিনি হঠাৎ মারা যান।

পড়ুন – ঢাকাইয়া রসিকতা – ঐ পাঁঠা ঐ পাঁঠা 

আমেরিকা

ব্যাপার টা কি কাকতালীয় ! 

১৯৪০ এ বিজয়ী হন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি চারবার নির্বাচিত হন। ক্ষমতায় থাকাকালীন মারা যান।

১৯৬০ এ নির্বাচিত হন জন এফ কেনেডি। তিনি কিভাবে মারা যান ? আমরা কমবেশি সবাই জানি।

আমেরিকায় নির্বাচন কবে ? 

এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। পৃথিবীতে সর্বাধিক আলোচিত এই নির্বাচন। এখন কথা হল, এই বৃদ্ধরা কি রেকর্ড ভাঙবেন নাকি রেকর্ড বজায় থাকবে। 

প্রশ্ন আছে। উত্তর সময়ের কাছে। 

পড়ুন – ঢাকাইয়া রসিকতা নাছোড় ক্রেতা 

আমেরিকা

সেলিম হোসেন – তাং – ১৭/০৫/২০২৪ ইং – ছবি গুলো পেক্সেল থেকে নেয়া। 

2 thoughts on “আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রেকর্ড ভাঙবে ? ঐতিহাসিক অবাক করা ঘটনা। America election will break record

  1. Pingback: পাবনার এক কেজি ঘি অন্য জেলার দশ কেজি ঘিয়ের সমান। 1 kg=10 kg Ghee and a lovely story - OVIZAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *