অর্ফিয়াস কি করেছিলেন
কে এই অরফিয়াস ?
অরফিয়াস কি করে ছিলেন ? কেন ব্যর্থ হলেন। আপনি সফল হবেন। আপনার সফলতা আপনার ইচ্ছার কাছে বন্দী। এটা নির্ভর করে আপনার ইচ্ছার উপর। চলুন জেনে নেই কিভাবে।
অর্ফিয়াস কি ঈশ্বর না মানুষ
গ্রিক পুরাণের খ্যাতনামা চরিত্র। তিনি ছিলেন একজন নশ্বর (কিছু কিংবদন্তী বলে ডেমিগড) এবং ওগ্রাস বা অ্যাপোলো এবং ক্যালিওপের পুত্র। তিনি বিখ্যাত সামুদ্রিক জলপরী ইউরিডাইসকে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের পর, অ্যারিস্টিয়াস, একজন নাবালক দেবতা ইউরিডাইসকে অনুসরণ করেছিলেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন।
ভালো গাইতেন, তার বাদ্যজন্ত্রে উঠত সুরের মূর্ছনা। সে সুরে মানুষতো মুগ্ধ হতই, আশপাশের পশুপাখি, গাছপালা সবই সুরের জাদুতে আটকা পড়ত।
তিনি তার স্ত্রীকে খুবই ভালবাসতেন। হঠাৎ একদিন তার স্ত্রী সাপের কামড়ে মারা যায়। একদম মূষরে পড়েন তিনি।

অর্ফিয়াস ব্যাথিত
মনের দুঃখে বাদ্যযন্ত্র নিয়ে করুন সুরে গাইতে শুরু করেন। বিরহ কাতর গানের সুরে মানুষ, পশুপাখি দাড়িয়ে যায়, গাছপালা সহ চারপাশ স্তব্ধ হয়ে শুনতে থাকে বিরহের সুর।
হঠাৎ গায়েবি শব্দে গান থামান। শুনতে পান ” তোমার স্ত্রীকে পাতালপুরে দেবতা হেরেসের কাছে নিয়ে যাও, তাহলে তিনি জীবিত হয়ে উঠবেন।”
অরফিয়াস তাই করলেন, স্ত্রীকে নিয়ে তিনি পাতাল পুরে দেবতা হেরেসের কাছে গেলেন। দেবতাকে গান শুনালেন, দেবতা মুগ্ধ হলেন।
দেবতা বললেন ” তোমার স্ত্রী জীবিত হবেন, কিন্ত একটা শর্ত। যখন জীবিত স্ত্রীকে নিয়ে পৃথিবীতে ফিরে যাবে, তখন তুমি সামনে হাঁটবে, স্ত্রী পিছনে হাঁটবেন। পৃথিবীতে না পৌঁছানো পর্যন্ত পিছন ফিরে তাকাবে না।
অরফিয়াস রাজি হলেন, স্ত্রী জীবিত হল।

অর্ফিয়াস কেন ঘুরে দাঁড়ায়
তারা পৃথিবীতে ফিরে আসছেন, অরফিয়াস সামনে স্ত্রী পিছনে হাঁটছেন। অরফিয়াস মাটি ফুড়ে বের হচ্ছেন, এমন সময় তার মনে সন্দেহ হল স্ত্রী ইউরিদিস পিছনে আছে কি।
দেবতা যা বলেছেন তা কি সত্য।
নানান রকম প্রশ্ন তার মাথায় । অরফিয়াস পিছনে তাকাতেই স্ত্রী ইউরিদিস ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেলেন।

লাইফ স্টাইল শুরু করে দুই দিন সাস্থ্যকর খাবার খাবেন আবার দুই দিন বাজে খাবার খাবেন। নিয়মিত ব্যায়াম করবেন না। রাতে তারাতারি ঘুমাতে যাবেন না।
তাহলে আপনি অরফিয়াস এর মত ব্যর্থ হবেন। আর যদি নিয়ম অনুসরন করেন তবে আপনি সফল ।
হেলদি লাইফ স্টাইলে ধীরে ধীরে নিজেকে অভ্যাস্ত করে তুলুন। তাহলেই আপনি পাবেন তারুন্যদিপ্ত নতুন জীবন।
বয়স যাই হোক ।
সেলিম হোসেন – তাং – ২৭/০১/২০২৪ ইং – ছবি গুলো পেক্সেল থেকে নেয়া।
Pingback: ইউটিউবার নিশা বছরে আয় ১১ কোটি টাকা। ছেড়ে দিলেন চাকরি। বিশ্ব সেরা ১০ ইউটিউবার চ্যানেল কে জানেনতো?
ধন্যবাদ
Pingback: কোষ্ঠকাঠিন্য করার ১০ টি উপায় এবং একটি রম্য গল্প। Constipation what pain! 10 ways to remove constipation. - OVIZAT
ধন্যবাদ
Pingback: সফল ব্যক্তিদের ৮ অভ্যাস। 8 habits of successful people. - OVIZAT
ধন্যবাদ