অনলি ফর ম্যান ১ টি মাস্টার পিছ, সংসারে পুরুষের দায়, বুক রিভিউ Only for Men 1 Master Pich, Men’s Responsibilities in the World, Book Review

অনলি ফর ম্যান

অনলি ফর ম্যান: নিজেকে বোঝার পালা

দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণটি জানতে হলে সবার আগে নারী-পুরুষের শারীরিক গঠনের মতো মানসিক গঠন ও আবেগের ভিন্নতাকে বুঝতে হবে।

আমাদের দৈনন্দিন জীবনেই এই পার্থক্যগুলো ধরা পড়ে। যেমন:

  • ছুটির দিনে যখন আমি ব্যায়ামের জন্য বের হই, তখন আমার ছেলে (১১+) এবং মেয়ে (৫+) আমার সাথে বের হয়। রাস্তায় সুন্দর ফুল দেখে, মেয়েটি সেগুলো ছিঁড়বেই, কিন্তু ছেলের সেদিকে বিন্দুমাত্র মনোযোগ নেই।
  • ছেলেকে এক মগ পানি আনতে বললে, সে হয়তো মগটির তিন ভাগের এক ভাগ ভরে নিয়ে আসে। কিন্তু মেয়েকে বললে, ছোট্ট হাতে খুব সাবধানে মগটি পানিতে পরিপূর্ণ করে নিয়ে আসে।

নারী ও পুরুষের মস্তিষ্কের গঠন ও আবেগের কেন্দ্রে ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাই হলো দাম্পত্যের ‘মাস্টারপিস’ বা মূল সূত্র—যা বেশিরভাগ পুরুষই ভুল বোঝেন।

অনলি ফর ম্যান
অনলি ফর ম্যান

নারীর মনের কথা: যা পুরুষ বুঝতে চায় না

পুরুষ হিসেবে আমরা অজান্তেই একটি ভুল করে বসি: আমরা চাই নারীরা আমাদের মতোই প্রতিক্রিয়া দেখাক এবং আমাদের মতোই সবকিছু ভাবুক।

  • পুরুষ আশা করে, যে বিষয়টিকে সে স্বাভাবিকভাবে নিচ্ছে, নারীও সেটিকে স্বাভাবিকভাবে নিক।
  • আমরা যা গুরুত্ব দেই, নারীরাও যেন ঠিক তাই গুরুত্ব দেয়।
  • আমরা যেমন যুক্তি দিয়ে চলি, নারীরাও যেন আবেগ পরিহার করে যুক্তি দিয়ে চলে।

অথচ এই প্রত্যাশাটি সম্পূর্ণ অবাস্তব। নারী ও পুরুষের চিন্তার ধরন, অনুভব এবং অনুভূতির প্রকাশ সম্পূর্ণ আলাদা। নারীর আবেগের এই জায়গাটিকে পুরুষেরা অনেক সময় তুচ্ছ মনে করে বা অবহেলা করে। আর এই অবহেলাই ঘরে অশান্তি সৃষ্টি করে।

অনলি ফর ম্যান
অনলি ফর ম্যান

সৃষ্টিকর্তার উদ্দেশ্য এবং পুরুষের দায়

চরিত্রের ভিন্নতা নিয়েই আমরা জন্মগ্রহণ করি। আমাদের চিন্তার ধরন ভিন্ন, কারণ আমাদের সৃষ্টির উৎসে ভিন্নতা রয়েছে। আল্লাহ তায়ালা হজরত আদম (আ.)-এর মতো মাটি থেকে হাওয়া (আ.)-কে সৃষ্টি না করে, বরং এমনভাবে সৃষ্টি করলেন, যাতে তাদের উভয়ের মাঝে একটি সুদৃঢ় বন্ধন তৈরি হয়। এই বন্ধন টিকে থাকার জন্য দুজনেরই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভিন্নতাকে মেনে নেওয়া প্রয়োজন।

শান্তিময় দাম্পত্য জীবনের উপায় হলো—নারীর মানসিক গঠনের ভিন্নতাকে স্বীকার করা, বুঝতে শেখা এবং সেই অনুযায়ী সম্পর্ককে সঠিক পথে পরিচালনা করা।

অনলি ফর ম্যান
অনলি ফর ম্যান

আদহাম শারকাভির মূল্যবান পরামর্শ

এই বিষয়ে চমৎকার আলোচনা করেছেন লেখক আদহাম শারকাভি তাঁর জনপ্রিয় বই ‘অনলি ফর ম্যান’-এ। লেবাননের এই লেখক সভা-সেমিনারে উপস্থিত নারীদের মনের কথা জেনে এবং প্রচুর পড়াশোনা করে এই বইটি লিখেছেন।

বইটি এই কথাই তুলে ধরে: আমাদের নিজেদের ভুলগুলো কোথায় ছিল, কেন আমরা অহেতুক ভুল করে জীবনের শান্তি নষ্ট করছি। তিনি দেখিয়েছেন, পুরুষ যখন নারীর আবেগ ও মানসিক গঠনকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিচার করা বন্ধ করে, তখনই দাম্পত্যে নতুন করে ভালোবাসা ও শান্তি ফিরে আসে।

নতুন বিয়ে করতে যাচ্ছেন অথবা বিবাহিত—পুরুষদের জন্য বইটি অবশ্যই পাঠ্য। নারীর মানসিক গঠনের ভিন্নতাকে সঠিকভাবে বুঝে নিলেই আপনি আপনার দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও সুদৃঢ় করে তুলতে পারবেন।

৮২ বছরের দাম্পত্য জীবন নিয়ে কি বলছেন স্বামী স্ত্রী 

অনলি ফর ম্যান
অনলি ফর ম্যান

লেখক: সেলিম হোসেন তারিখ: ১৭/০৮/২০২৫ ইং

বইটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে দিন। সেলিম হোসেন – ১৭/০৮/২০২৫ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *