মদ পান করে জেলের মৃত্যু !! মাতালের গল্প। Death by drinking alcohol

মদ পান
মদ পান করে জেলের মৃত্যু। 

মদ পান কারীরা সাধারণত সন্ধ্যার পর থেকে পান শুরু করেন। পান সঙ্গীদের নিয়ে তারা জায়গামত বসে যান। বোতল, পানপাত্র সামনে আসলে হুঁশ থাকে না। পান করতে থাকেন আকণ্ঠ। মাতাল হন অথবা মাতাল না হয়েই বাড়ি ফিরে যান। কোন কারনে পান কার্যক্রম ব্যহত হলে তাদের মেজাজ বিগরে যায়। আর যদি কয়েক দিন পান করতে না পারেন তাহলে একবারেই অস্থির পড়েন। 

মদ পান নিয়ে একটি গল্প বলি। 

জাঁদরেল উকিল নিত্যানন্দ। পৃথিবীর সেরা মদ স্কচ হুইস্কি। সন্ধ্যার পর আকণ্ঠ পান করেছেন। চেম্বারে বসে আছেন। একজন মক্কেল এলেন।  উকিলের অবস্থা বেগতিক। কথা বললেন কি বলবেন না, ভাবছেন মক্কেল। নিত্যানন্দ বললেন ” কি চান? ” 

মদ পান

মক্কেল বললেন ” জি, আমি চুরি করে ধরা পরেছি। এক কেস স্কচ হুইস্কি চুরি করেছিলাম। কেস টা কি আপনি নিবেন ?” নিত্যানন্দের চোখ দুটো চকচক করে উঠল। চেয়ার ছেড়ে উঠলেন। মক্কেলের কানের কাছে মুখ নিয়ে গেলেন। ফিস ফিস করে বললেন ” নিব, অবশ্যই নিব। কেস টা কোথায় ? ”    

পড়ুন – পরকীয়ায় কি ক্ষতি ডেকে আনে।  

০৪/০৬/২০২৪ তারিখ। 

শ্রীলঙ্কার দক্ষিন উপকলীয় শহর তেঙ্গল। এখানকার কয়েকজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন সাগরে। তাদের নৌকার নাম ডেভন। অবস্থান করছিলেন তীর থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে। সুনীল আকাশ, ঝক ঝকে রোদ। নীল পানিতে ভাসছিলেন তারা।  

মদ পান

নৌকা থেকে খানিকটা দূরে। পানিতে কয়েকটি ভাসমান বোতলে তাদের চোখ আটকে যায়। তারা ভাসতে থাকা বোতল গুলো নৌকা তুলেন। প্রায় পঁচিশ দিন হল তারা সমুদ্রে আছেন। মদের দেখা পাচ্ছেন না। বোতল গুলো পেয়ে তারা খুশি হয়ে উঠেন। সবাই মিলে পান করেন। চারজন মারা যান।  

জ্বেলেদের উদ্ধার করতে নৌবাহিনী কাজে নেমেছে। একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির মৎস্য ও পানিসম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাহাবাত্তে।

সুশান্ত বলেন, যারা বেঁচে আছেন। তাদের সেবা দিবে হবে। তীরে নিয়ে আসার মত সময় হাতে নেই। নৌবাহিনী নৌকায়ই চিকিৎসার ব্যবস্থা করেছে। সাগরে পাওয়া ঐ বোতল শুধু নিজেরাই পান করেন নি। অন্য জেলেদেরও দিয়েছেন। তাদের কি অবস্থা এখনো জানা যায়নি। বিষয়টি নৌবাহিনীর নজরে এনেছেন।  

নৌবাহিনী জানিয়েছে, আরেকটি নৌযান দিয়ে ডেভনকে কূলে টেনে আনা হচ্ছে। এদিকে এ ঘটনায় রাজধানী কলম্বো থেকে ১২০ মাইল দূরের উপকূলীয় শহরটিতে বিক্ষোভ হয়েছে। জীবিত জেলেদের উপকূলে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সাগরে কুড়িয়ে পাওয়া বোতলগুলোয় কোন ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 

২৯/০৬/২০০২৪ তারিখে প্রকাশ করে বিবিসি।

মদ খেয়ে সাগরিকা আর পারুলের কি হল। 

মদ পান

মদ পানে ভারতে মৃত্যু ৫৭ জন 

করুণাপুরম এলাকা। কাল্লাকুরিচি জেলা তামিলনাড়ুর রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিন পশ্চিমে। এই এলাকার কিছু লোক মদ পান করেন। তারা স্থানীয় উৎস থেকে সরবরাহ নেন। ১৮/০৬/২০২০৪ তারিখে ঘটনাটি ঘটে। অনেক লোক অসুস্থ আছেন। তাদের কে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মদ বিক্রির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পড়ুন – ভারতে মদ খেয়ে কতজন মারা গেল। 

মদ পানে গৃহবধূর মৃত্যু  

ঈশিতা রানী মণ্ডল। বিপ্লব মল্লিকের স্ত্রী। তাদের দুই মেয়ে আছে। গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বাসিন্দা তারা। ১৭ ই ভাটারা এলাকায় এক পারিবারিক অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানে মদ পানের ব্যাবস্থা ছিল। পর্যাপ্ত পরিমান পান করেন ঈশিতা। বাসায় ফিরে যান। 

পরদিন অসুস্থ হয়ে পড়েন। বিকেলে স্বজনরা তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হয়। রাত ৯ টার দিকে তাকে স্থানান্তরিত করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই মৃত্যুবরণ করেন।  গাছা থানার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পড়ুন – কেন মদপানে চেহারা নষ্ট হয়ে যায়। 

মদ পান

সেলিম হোসেন – ২১/০৬/২০২৪ – ছবি গুলো প্রতীকী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *