ভাইরাল কনটেন্ট লাইক, কমেন্ট, শেয়ারের লোভ। গুলিতে নিহত ইউটিউবার। Viral intoxication – YouTuber killed in shooting. 3 Incident.

ভাইরাল কনটেন্ট

ভাইরাল কনটেন্ট অবশেষে 

১৭ বছরের রত্না ( ছদ্ম নাম ) টিকটকে অ্যাকাউন্ট খুলেছে। ১০–১৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে অনেকেরই এখানে লাখ লাখ অনুসারী। কোটির কাছাকাছি লাইক। রত্না কয়েকদিন পরে খেয়াল করে দেখল, উদ্ভট কিছু করলে লাইক পাওয়া যায় সহজেই। সে চাইল টিকটকের ‘তারকা’ হতে। লেডি গাগার মতো চুলের রং পাল্টাতে থাকল। কখনো নীল, কখনো লাল, কখনো একেবারে সাদা।

পারলারে গিয়ে কিছুদিন পরপর চুল রং করে আসে, আর চটুল গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে। কিন্ত রত্নার আশা আর পূর্ণ হয় না। ছয় মাস পরেও তার অনুসারী মাত্র দেড় হাজার। এদিকে চুলে বারবার রং করায় তার রাসায়নিক প্রভাব পড়েছে মাথার ত্বকে। দগদগে ঘা অনেক জায়গায়। যেতে হয় চিকিৎসকের কাছে, কামিয়ে ফেলতে হয় মাথার চুল।  

কেন রাতে ঘুম হচ্ছে না, কোন অভ্যাস এর কারন ? 

ভাইরাল

ভাইরাল কনটেন্ট ঝুঁকি নিয়ে   

করোনা কাল, মানুষজন ঘরে বন্দী। একজন হ্যান্ড স্যানিটাইজার আর জীবাণুনাশক খেয়ে ভিডিও ছেড়েছেন। ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে। কতবার দেখা হলো এটাই কি বড় কথা ? না তা নয়। কাজটি করে তিনি অসুস্থ হয়ে পড়লেন।

অন্য একজন আবার দাহ্য পদার্থ শরীরে মেখে দিলেন ভিডিও। ফলাফল শরীরের ত্বক পুড়ে গেছে তাঁর। বিপজ্জনক স্থানে সেলফি তুলে ভয়ংকর বিপদে পড়ার এমনকি মারা যাওয়ার ঘটনাও তো দেখা যায়। ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার–এর এক গবেষণা প্রতিবেদন থেকে জানতে পারি। ২০১১ থেকে ২০১৭ সালে বিপজ্জনক স্থানে সেলফি তুলতে গিয়ে পৃথিবীতে ২৫৯ জন মারা গেছেন। এই মৃত্যুগুলোর পেছনেও আছে ভাইরাল হওয়ার প্রবণতা।

ডিম নিয়ে নানান কথা, সাস্থ্য বিজ্ঞান কি বলে ? প্রতিদিন কয়টা খাবেন ?  

ভাইরাল

ভাইরাল হতে গিয়ে 

গুলিতে নিহত ইউটিউবার। ভাইরাল হওয়ার নেশা চেপেছে ? একটু দাঁড়ান, লেখাটি পড়ুন।  

মোনালিসা এবং পেড্র রুইজ 
তাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দৈনন্দিন কাজকর্মের ভিডিও প্রকাশ করত, সাথে যোগ হত নানান মজার কাহিনি। আয় বেশ ভালই হচ্ছিল।

লাইক, কমেন্ট, শেয়ারের ভাইরাল নেশা পেয়ে বসে পেড্র রুইজকে। 
তাই মোনালিসাকে নতুন একটা ভিডিও আইডিয়ার কথা বলেন। আজকের ভাইরাল নিউজ হবে আমাদের ভিডিও।  মোনালিসা রাজি হন না।
মোনালিসার যুক্তি ছিল আমাদের চ্যানেল ” La mona lisa ” তো ভালই চলছে। আমাদের একটি মেয়ে আছে। আরও একটি বাচ্চা হতে যাচ্ছে। ভালই তো আছি। অযথা এমন ঝুকি নেয়ার কি প্রয়োজন।

রুইজ নাছোড় বান্দা।
তিনি ফাইভ ক্যালিবার পিস্তল নিয়ে আসেন। একটি বইয়ের উপর গুলি করেন।
মোনালিসাকে বলেন, বই গুলিটাকে আটকে দিচ্ছে। অতএব আমরা নিশ্চিন্তে ভিডিও করতে পারি।

জীবনে সফল হতে প্রতিদিন কম বেশী মোটিভেশন দরকার। এই বইটি দারুন কাজে দিবে। 

ভাইরাল

পড়ুন –  ইউপি সচিবকে নিয়ে চেয়ারম্যানের মাদক সেবন, ভিডিও ভাইরাল।

২৬ শে জুন ২০১৭
ভিডিও শুটিং এর সময় রুইজ একটি উইকিপিডিয়া বই বুকে নিয়ে দাঁড়িয়ে যান।  
মোনালিসা এক ফুট দূর থেকে গুলি চালান।
কিন্তু গুলি বই ভেদ করে রুইজের বুকের ভেতর ঢুকে যায়। তিনি মারা যান। 

যেহেতু রুইজ মোনালিসাকে উদ্বুদ্ধ করেছেন গুলি করতে, তাই আদালত তাকে মাত্র ৬ মাসের জেল দেন এবং দশ বছর বিভিন্ন শর্তের মধ্যে থাকতে নির্দেশ করেন।

ভাইরাল

ভাইরাল হতে স্কুল ছাত্র 

তারিখ ০২/০৯/২০২৩ ইং 

ঘটনাটি ঘটেছে কলকাতার ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। স্কুল ছাত্র ভাইরাল হতে চেয়েছিলেন। ফটোশুট করতে গিয়েছিলেন রেললাইনের পাশে। মৃত্যু তাকে নিয়ে গেল দুনিয়া থেকে। জানা গেছে, নিহত ওই স্কুলছাত্রের নাম মনোজ মণ্ডল। নবম শ্রেণির ছাত্র ছিলো সে। তার বাড়ি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মনোজ তার সহপাঠী ভোলা রায়ের সঙ্গে তার আত্মীয় বাড়িতে গিয়েছিল। সেখানেই রেললাইনের পাশে ভিডিও শ্যুট করছিল দুই বন্ধু। মাল গাড়ির ধাক্কায় গুরুতর আঘাত পেয়েছিল মনোজ। তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

জেনে নিন – মন খারাপ, ডিপ্রেশন দূর করবেন যেভাবে। 

ভাইরাল

Foodappi এর চ্যানেল বেশ পরিচিতি পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী তিনি প্রচুর আয় করেন। মাসে ১০/১১ লাখ টাকা।
ভাইরাল হওয়ার নেশায় তিনি রেজা কিবরিয়ার শো তে সাক্ষাৎ দেন।

এখন ট্রল, বুলিং এর শিকার হচ্ছেন।
বিখ্যাত হওয়ার নেশা তার ব্যবসা এবং ব্যক্তিজীবনে নিদারুণ প্রভাব ফেলবে। 
আগামীতে তার জীবন যাপন অসহনীয় হয়ে উঠার সম্ভাবনা প্রবল।

যারা ব্লগিং করেন, ইউটিউব চ্যানেল খুলেছেন, কনটেন্ট তৈরি করেন।
তারা রাতারাতি বিখ্যাত হতে চান। নানা রকম উদ্ভট কর্মকাণ্ড করেন। কিন্ত বিখ্যাত হওয়ার এ পথ বিপজ্জনক। লাইক, কমেন্ট, শেয়ারের লোভ এবং মাদকের নেশা দুটোই ভয়াবহ। ভাইরাল নিউজ হওয়ার চেষ্টা কখনো করবেন না। 

আজেকের সোশ্যাল মিডিয়ার দাপটে আমরা ভুলেই গেছি, পুরনো দিনের বিনোদনের কথা। 

ভাইরাল

সেলিম হোসেন – ০৭/১২/২০২৩ – ছবি গুলো প্রতীকী 

10 thoughts on “ভাইরাল কনটেন্ট লাইক, কমেন্ট, শেয়ারের লোভ। গুলিতে নিহত ইউটিউবার। Viral intoxication – YouTuber killed in shooting. 3 Incident.

  1. Pingback: হাইফো থাইরয়েড থেকে মুক্তির উপায় ন্যাচারালি - হাইপোথাইরয়েডিজম কেন হয় No medicine for hypothyroidism - OVIZAT

  2. Pingback: পুলিশ স্বামীর পুরুষাঙ্গ কাটলো ২য় স্ত্রী। অনেক স্বামীই পুরুষাঙ্গ হারিয়েছেন। ভয়ানক অবস্থা। Many husband

  3. Pingback: মাতৃত্বের বিজয় ইরানের নোসাহরে শহরে। 1 Victory of motherhood in Iran - OVIZAT

  4. Pingback: সাপ এর কামড় যখন ভাইরাল নিউজ !! সপ্নে সাপ দেখলে ৯ টি ঘটনা ঘটে। Viral news when snake bites!! If you see a snake in a dream, 9 things happen. - OVIZAT

  5. Pingback: হাইফো থাইরয়েড থেকে মুক্তির উপায় ন্যাচারালি - No medicine for hypothyroidism - OVIZAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *