অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা -নারিকেল তেল। একটি গল্প শুনুন। Listen 1 story

পাইলস
অপারেশন ছাড়া পাইলস এর চিকিৎসা -নারিকেল তেল 

টয়লেটে ঢুকতে গেলেই একটা ভয় চেপে বসে। মনটা দুর্বল হয়। কিন্ত টয়লেটের  ডাক উপেক্ষা করার উপায় নেই। বসতে হয়। এরপর পায়ু পথ দিয়ে ফোটায় ফোটায় রক্ত রক্ত ঝরে। সাধারন অর্থে এটাই পাইলস।  

পাইলস কেন হয় 

পাইলসের প্রধান কারণগুলো হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিণ্যে ভোগা। মাঝেই মাঝেই ডায়রিয়া, মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা। মলত্যাগের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। আঁশযুক্ত খাবার কম খাওয়া, ভারি মালপত্র বহন করা, শরীরের চর্বির আধিক্য, কায়িক শ্রম কম করা। এছাড়া পারিবারিক ইতিহাসও এ রোগের কারন হতে পারে।   

গর্ভকালীন সময়ে, পায়ুপথে যৌনক্রিয়া, যকৃত রোগ বা লিভার সিরোসিস ইত্যাদি কারণে এই রোগের আশংকা বেড়ে যায়। 
সর্বোপরি পোর্টাল ভেনাস সিস্টেমে কোনো ভাল্ব না থাকায় উপরিউক্ত যে কোনো কারণে পায়ু অঞ্চলে শিরাগুলোতে চাপ ফলে পাইলস সৃষ্টি হয়।

পাইলস

জেনে নিন – হেলদি লাইফ স্টাইল   

পাইলসের লক্ষন  

যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায়। শৌচ করা টিস্যুতে তাজা রক্ত লেগে থাকা।  মলত্যাগে ব্যথা লাগা। পায়ুর চারপাশে এক বা একের অধিক থোকা থোকা ফোলা থাকে।   পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে না।  

ন্যাচারাল উপায়ে পাইলস নিরাময় 

পাইলস

এই ন্যাচারাল পদ্ধতি আমার আপনার সবার জন্য ভালো। সব দিক দিয়েই ভালো। কারন গল্পটি শুনুন বুঝতে পারবেন।    দিনকাল বদলে গেছে। এখন গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে গ্যাসের চুলা। কিন্ত এই ধরুন ৩০ বছর আগেও মানুষ রান্না কাজে খড়ির উপর নির্ভর ছিল। বাগান বা বন জঙ্গল থেকে ডালপালা কেটে নিয়ে রোদে শুকিয়ে রান্নার উপযোগী খড়ি তৈরি করত।                                                                  এক কাঠুরে বাগান থেকে ডাল পালা কেটে নিয়ে ফিরছিলেন। একসাথে সব গুলো বেঁধে মাথায় নিয়ে ফিরছিলেন। মাথায় খড়ির বোঝা ঠিকমত দেখতে পাচ্ছিলেন না। পথে এক ডাক্তারের সাথে তার ধাক্কা লেগে গেল। ডাক্তার সাহেব ব্যাথা পেলেন। কাঠুরে ডাক্তারের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। কাতর গলায় বললেন ” আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন।”    পাশ দিয়ে এক রসিক লোক হেঁটে যাচ্ছিলেন। ব্যাপারটি খেয়াল করে বললেন ” ডাক্তারের হাতে পরার চাইতে পায়ে পরাই ভালো।”  

পাইলস

কি প্রয়োজন, কিভাবে করবেন 

দুটো জিনিস প্রয়োজন।
এক – অরগানিক কোল্ড প্রেস নারিকেল তেল
দুই – হেলদি লাইফ স্টাইল  

যেভাবে দূর করবেন

হাত ভালো পরিস্কার করে নিন। আঙুলের মাথায় অরগানিক কোল্ড প্রেস নারিকেল তেল নিন। এবার আঙুল টি ধীরে ধীরে আপনার পায়ু পথে প্রবেশ করান। এক ইঞ্চির কম আঙুল ঢুকিয়ে দিন। আঙুল টি পায়ুর ভিতরে ধীরে ধীরে ঘুরান। পায়ু পথ তৈলাক্ত করুন। এভাবে প্রতিদিন তিন বার করুন। মাস খানেক করলেই পুরোপুরি সুস্থ হবেন। পাশাপাশি হেলদি লাইফ স্টাইল অবশ্যই অনুসরন করবেন। 

পাইলস

যাদের পেকে গিয়েছে, পুঁজ বের হয় তারা ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কমেন্ট বক্সে আপনার অনুভুতি লিখে জানাতে পারেন।  

আশাকরি জানতে পেরেছেন এই কষ্টকর শারীরিক সমস্যা থেকে চিরতরে মুক্তির উপায়। যারা এই সমস্যায় ভুগছেন তাদের কে শেয়ার করে দিন পোস্টটি।  

সেলিম হোসেন – ১১/০২/২০২৪ ইং 

Reference : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *