ট্রেনে আগুন
মানুষের মৃত্যু। খবরে প্রকাশ ট্রেনে আগুন দেয়া হয়েছে। ট্রেন নাখাল পাড়ায় থাকতে আগুন লেগেছে। কমলা পুর স্টেশনে গিয়ে ট্রেন থেমেছে। ততক্ষনে মায়ের কোলে শিশু সহ মোট চার জনের মৃত্যু হয়েছে।
মুক্তিযোদ্ধা আনোয়ার খাঁ
বয়স ৭২
গতকাল রাতেই বরিশাল থেকে ঢাকায় এসেছেন। উঠেছেন ছেলের বাসায়।
এলিফ্যান্ট রোড এর ফুটপাত ধরে হাঁটছিলেন। বারবার চোখ ভিজে যাচ্ছিল। নিউজটি সবসময় মাথায় যন্ত্রণা দিচ্ছে। ট্রেনের কামরায় মায়ের কোলে আগুনে পুড়ে শিশু অঙ্গার, মা পরম মমতায় জড়িয়ে রেখেছিলেন শিশু কে । এমন মৃত্যু হৃদয়হীনের হৃদয়ও ভেঙে দেয় ।
কাদের সাহেব
হুংকার দিয়েছেন যারা আগুন দিয়েছে তাদের ছাড়া হবে না।
আগুনে আহত
নুরুল হক বলছেন
কামরায় আগুন দিয়েছে রেল গার্ডরা।
স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেছে, রাজনৈতিক অস্থিরতা কমেনি বরং বেড়েছে।
স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ প্রশ্নের মুখে।
কিন্ত কেন ? কে দায়ী ?
পড়ুন – আবারও আগুন বেইলি রোডে রেস্টুরেন্টে।
ট্রেনে আগুন
হঠাৎ তার চোখ পরে রাস্তার পাশের একটি সুদৃশ্য সুভ্যেনিরের দোকানে, তিনি ঢুকে পরেন। একজন সেলস গার্ল এগিয়ে আসেন।
একটি কাঁচের তৈরি ইঁদুরের সুভ্যেনির তার খুব পছন্দ হয়।
মেয়েটি মিষ্টি হেসে বলেন ” স্যার এটার দাম ৬০০ টাকা “
আনোয়ার খাঁ : ঠিক আছে আমি এটা নিব।
সেলস গার্ল : স্যার এটার একটা ম্যাজিক আছে, যদি ম্যাজিক জানতে চান, তাহলে আরও ৬০০ টাকা দিতে হবে।
আনোয়ার খাঁ : দরকার নেই, ইঁদুর টাই দিন।
পড়ুন – স্মরনকালের ভয়াবহ আগুন চকবাজারে।
আবার ফুটপাত ধরে হাঁটছেন আনোয়ার খাঁ, হঠাৎ তিনি খেয়াল করেন, তার পিছন পিছন কিছু জ্যান্ত ইঁদুর ছুটে আসছে । দ্রুত হাঁটতে থাকেন। রাস্তার দুই পাশের দোকান থেকে আরও ইঁদুর বেরিয়ে আসতে থাকে।
ভয় পেয়ে শাহবাগ মোড়ে দ্রুত বিহঙ্গ বাসে উঠে পরেন।
জানালা দিয়ে পিছনে তাকান, ঝাঁকে ঝাঁকে ইঁদুর ছুটে আসছে গাড়ীর পিছনে।
সি এন জি, কার, বাস, মোটর সাইকেল এর চাকার নিচে পরে তাদের দেহ থেতলে গিয়ে রাস্তায় বীভৎস দৃশ্যের সৃষ্টি করছে।
বাস থেকে নেমে দ্রুত হাঁটতে থাকেন সদর ঘাটের দিকে। ততক্ষনে তার পিছনে হাজার হাজার ইঁদুর।
বুড়িগঙ্গার তীরে পৌছান। হাতে থাকা কাঁচের ইঁদুরটি নদীতে ছু্ঁড়ে ফেলেন, সাথে সাথে সব ইঁদুর লাফিয়ে পরে পানিতে।
পরদিন আনোয়ার খাঁ আবারও সেই দোকানে যান, সেলস গার্ল টি এগিয়ে আসেন।
রহস্যময় হাসি দিয়ে বলেন ” স্যার আপনি নিশ্চয়ই ম্যাজিক টি জানতে এসেছেন ” ।
আনোয়ার খাঁ : না, আমি শুধু জানতে এসেছি রাজনীতিবিদ দের এমন সুভ্যেনির আছে নাকি ?
নাশকতা – ট্রেনে আগুন দিল কে ? কার লাভ ? আপনাদের মন্তব্য কি ?
পৃথিবীর সেরা সাপদের কাহিনি শুনুন।
সেলিম হোসেন – তাং – ২০/১২/২০২৩ – ছবি গুলো পেক্সেল থেকে নেয়া।