ছোট্ট হোটেল – মাসিক আয় এক লাখ টাকা। তরুনেরা খেয়াল করুন। Small hotel – monthly income one lakh taka

মাসিক আয়
মাসিক আয় 

ছোট্ট হোটেল – মাসিক আয় এক লাখ টাকা।কিভাবে আয়টা করবেন ?     

ডাঃ জাহাঙ্গীর কবিরের লাইভ ভিডিও গুলো বেশ বড় হয়। বড় ভিডিও সত্ত্বেও লাইভ গুলো বেশ দর্শক প্রিয়তা পাচ্ছে। অনেক ভিউ হচ্ছে। বলতে পারি হেলদি লাইফ স্টাইলের ব্যাপ্তি বেড়েছে পূর্বের থেকে অনেক বেশি।

পড়ুন – বিলাস বহুল হোটেলের মুল আয় কোথা থেকে আসে। 

 

ছোট্ট হোটেল - মাসিক আয় ১ লাখ টাকা

 

হেলদি লাইফ স্টাইল অনুসরনে, সকালের আলোর ঝলকানি দেখা যাচ্ছে।

কাজের প্রয়োজনে আমাদের কে ছুটতে হয়, বাসার বাইরে দিনের অধিকাংশ সময় কাটাতে হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যেটাই করতে চান, স্বাস্থ্যকর ন্যাচারাল খাবারের হোটেল নেই ।

যতদূর জানি, ঢাকা শহরে একটিও নেই। জেলা শহর গুলোতেও নেই।

কিন্তু সাস্থ্যকর খাবারের চাহিদা সমাজে বেড়েছে। খাবারের চাহিদা পুরন করা যায় ছোট একটি হোটেলের মাধ্যমে।খুব বেশি বড় জায়গা লাগবে না। একসাথে দশজন বসতে এমন রুম নির্বাচন করতে হবে।

মাসিক আয়

জেনে নিন – সালাদ এক বেলার পরিপূর্ণ খাবার। 

সকালের মেনু হবে

ভিনেগার লেবু পানি / বেকিং সোডা লেবু পানি / বুলেট কফি / সালাদ বা ডিম পোঁচ।

দুপুরের মেনু হতে পারে

সালাদ / শাক বা সবজি / ডিম, মাছ বা মাংস / বাদাম/ ব্লক রাইস

সন্ধ্যার মেনু হতে পারে

সালাদ / শাক বা সবজি / ডিম, মাছ বা মাংস / বাদাম / সাউয়ার ক্রাউট / টক দই / কিমচি / ব্ল্যাক রাইস বা অন্য কিছু।

প্রতিদিন ১২০ জন মানুষকে সেবা দিলে গড়ে ৫০ টাকা লাভ থাকতে পারে জনপ্রতি।

মাসিক আয়

 

মোট মাসিক আয় দাঁড়াবে

১২০*৫০= ৬০০০ টাকা

৬০০০*৩০= ১৮০০০০ টাকা

ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী অন্যান্য খরচ বাবদ সম্ভাব্য ব্যয় ৮০০০০ টাকা।

নীট লাভ ১০০০০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *