ঘি চা কোষ্ঠকাঠিন্যে ন্যাচারাল ঔষধ। ১০ টি অসাধারন উপকারিতা যা আপনি জানতেন না। 10 Amazing Benefits You Didn’t Know About

ঘি চা
ঘি চা কোষ্ঠকাঠিন্যে ন্যাচারাল ঔষধ 

পেটের সমস্যা আমাদের দেশের ৮০ ভাগ লোকের ? প্রতিদিন অনেক সময় টয়লেটে ব্যয় হয়। তারপরেও অশান্তি দূর হয় না। কোন নির্দিষ্ট পরিসংখ্যান নেই, ধারনা থেকে বলছি। আপনি আপনার পাশে বসা লোকটিকে জিজ্ঞেস করুন। পরিবারে কথা বলুন, বন্ধুবান্ধব দের সাথে কথা বলুন। নিজেই একটা হিসাব করতে পাবেন।

কেন পেটের এমন সমস্যা হয়। কারন কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানা। ফলাফল অন্ত্রের নড়াচড়া খুব কম হয় । শরীরের পক্ষে  মল বের করা খুব কঠিন হয়ে যায়। যার ফলে পেট ফাঁপা, পেটে ব্যথা, এমনকি কখনও কখনও শরীরে ঠান্ডা এবং কাঁপুনি দেখা দেয়। কোষ্ঠকাঠিন্যের অনেক কারণ থাকতে পারে।

এই সমস্যা দূর করতে আপনার জন্য ন্যাচারাল ঔষধের কাজ করতে পারে ঘি চা। বিভিন্ন সাস্থ্য গবেষণার ফলাফলে আমরা জানতে পেরেছি । এটা খেতেও ভালো লাগবে আর কিভাবে তৈরি করবেন শিখিয়ে দিব।

হাতের কাছেই পাওয়া যায় অসাধারন পুষ্টিকর খাবার ছোলা। 

ঘি চা

ঘি চা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *