কুকুরের স্বভাব তার আচরনে। স্বভাব অর্থ কি। কুকুর প্রভুভক্ত। কুকুর নোংরা। A dog’s nature is in its behavior

স্বভাব
স্বভাব চরিত্র

কুকুরের স্বভাব তার আচরনে। কি সেই স্বভাব ? 

সাধারণত এরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাচ্চা দেয়। আমাদের দেশীয় নেরি কুকুর একসাথে অনেক গুলো বাচ্চা দেয়। ছবির কুকুর একসাথে আটটি বাচ্চা দিয়েছে।
একমাসের মধ্যে একটি বাচ্চাও নেই। কুকুরের বাচ্চা শিয়ালের খুব প্রিয় খাবার। কিন্তু ঢাকা শহরে তো শিয়াল নেই। নেরি কুকুর ঢাকাতে কেউ বাসায় পালেও না। তাহলে কি শীতে মারা পরল ? পরতে পারে।

কুকুর মানুষের খুব প্রিয় হওয়ার কারন প্রভুভক্তি এবং বিশ্বস্ততা। এই প্রাণীর একটা বাজে বৈশিষ্ট হল হিংস্রতা। ধরুন একটা কুকুর গাছের তলায় শুয়ে ঝিমাচ্ছে। হঠাৎ দেখবেন সে লাফিয়ে উঠে ঘেউ ঘেউ শুরু করছে। এদিকে ওদিকে তাকাচ্ছে। অথবা আশপাশে কোন কুকুর থাকলে তার উপর ঝাপিয়ে পড়ছে, কামড়ে দিচ্ছে। 

স্বভাব

তরুণী কেন বিয়ে ভেঙে দিলেন। 

কারন কি  

ওর পায়ু পথ দিয়ে যখন বাতাস অর্থাৎ পাদ বের হয়। তখন শব্দ হয়, শব্দটা তার বিরক্তি এবং ভীতির উদ্রেক করে। কিন্তু সে যে বায়ু ত্যাগ করল, এটা সে স্বীকার করে না। এই দায়টা সে অন্যের উপর চাপায়। নিজে সাধু সাজে।  

পড়ুন – হাসির গল্প এবং বিপদ। 

স্বভাব যায় না মলে, খাছলত যায় না ধুলে। আমাদের প্রচলিত প্রবাদ

স্বভাব

এই খাছলত টা দেখবেন কোন নিকট জনের মাঝে, কখনো অফিসে কোন বসের আচরনে। কখনো এলাকার কোন পাতি নেতা, নেতা বা ধনাঢ্য ব্যক্তির মাঝে।
কোন কোন ক্ষমতাধর মানুষ কাজটি করেন শৈল্পিক উপায়ে।তারা তাদের সব ভুল আর অন্যায়ের দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে মিষ্টি হাসেন। আর নানান রকম উপদেশ দেন।  

সেলিম হোসেন – ০১/০২/২০২৪ ইং 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *