ওজন কমাতে করনীয় প্রথমে ফ্যাট এডাপটেশন – জার্নি (এক) – Weight loss journey step 1

ওজন কমাতে
ওজন কমাতে সুস্থ থাকতে যা করবেন। 

ওজন কমাতে প্রথমে ফ্যাট এডাপটেশন – জার্নি (এক) প্রথম মাসে কমবে ১০ কেজি। ওজন কমাতে জার্নি টাকে নিরাপদ করতে ফ্যাট এডাপটেশন আবশ্যক। শুরু করুন ওজন কমানোর জার্নি ।

প্রথম ৭ দিন ফ্যাট এডাপটেশন। ফ্যাট এডাপটেশনে যা খাবেন

ওজন কমাতে

জেনে নিন – ওজন কমানোর সহজ উপায় দ্বিতীয় ধাপ 

১. ২৪ ঘন্টায় সর্বোচ্চ আপনি ৩ বার মেইন ডিস খাবেন, চেষ্টা করবেন খাবারের সংখ্যাকে ২ বারে নামিয়ে আনতে।

২. আপনার খাবারে থাকবে ঃ ৭০% হেলদি ফ্যাট, ২০% প্রোটিন এবং ১০% শর্করা। অর্থাৎ এক প্লেট খাবার ভর্তি থাকবে শাক অথবা সব্জিতে। দুটো ডিম ঘিয়ে পোঁচ করে নিবেন, কুসুম কাঁচা থাকবে। একটুকরো মাংস অথবা মাছ নিবেন। তাহলে পারসেনটেজ ঠিক থাকবে, একটি পূর্ণ মিল খাবার হবে।
৩. প্রতিদিন সর্বোচ্চ ৬ টা ডিম খেতে পারবেন। মাখন খাবেন, ঘি খাবেন, সালাদ খাবেন, প্রচুর শাকসবজি খাবেন, হিমালয়ান পিংক সল্ট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অর্গানিক কোকোনাট অয়েল, মাছ মাংস, মাছের ডিম এগুলো খাবেন।
খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। সয়াবিন অথবা ইন্ডাস্ট্রিয়াল তেল চিরতরে বাদ।
ওজন কমাতে
৪. প্রতিদিন শরীরের সহনীয় মাত্রায় ব্যায়াম করবেন।
৫. রাত ১১ টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। ভোর বেলায় ঘুম থেকে উঠবেন।
৬. বাদাম খুবই পুষ্টিকর খাবার সব ধরনের বাদাম খেতে পারেন।
৭. আপাতত কোন প্রকার মিষ্টি ফল খাবেন না। টক জাতীয় ফল অল্প পরিমান খেতে পারেন।
৮. কোন খাবার কখন খাবেন আপনার নিজের পছন্দ মত সাজিয়ে নিন।
৯. প্রতিবার খাবার গ্রহণের পূর্বে আপেল সিডার ভিনেগার এক চামচ এক গ্লাস অল্প গরম পানিতে মিশিয়ে খাবেন।
১০. এভাবে ৭ দিন চলুন। ক্ষুধা কমে গেলে রোজা রাখুন অথবা ফাস্টিং শুরু করুন।
     অষ্টম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ।

 

ওজন কমাতে

ওজন কমাতে যেসব খাবার বাদ দিতে হবে

কেক, মিষ্টি, শিঙারা, পুরি, বার্গার, পিজা, চিনিযুক্ত ( চা, কফি ), যে কোন ধরনের কোমল পানীয়, চিপস, বিস্কুট, দোকানে পাওয়া যে কোন প্রসেসড ফুড।
ওজন কমাতে
আশাকরি বিষয় টা সহজ হয়েছে, ফ্যাট এডাপটেশন দিয়ে শুরু করা যায় – তাহলেই প্রথম মাসে কমবে ১০ কেজি। নিজেকে চ্যালেঞ্জ দিন। ফ্যাট এডাপটেশন করুন – প্রথম মাসেই ১০ কেজি ওজন কমান।

ওজন কমাতে চিয়া সিড খাওয়ার নিয়ম

চিয়া সিড একটি সুপার ফুড। ওজন কমাতে সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন। পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে খেতে পারেন। চিয়া সিডের সাথে ভিনেগার, লেবুর রস, ইসবগুলের ভুসি মিশানো যেতে পারে। চিয়া সিড প্রতিদিন ২ চা চামচ পরিমান খেতে পারেন।
ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম

ওজন কমানোর ক্ষেত্রে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে গ্রিন টির ভূমিকা রয়েছে। তবে শুধু গ্রিন টি খেয়ে ওজন কমানো সম্ভব না। যারা ওজন কমানোর জন্য আমাদের জার্নি অনুসরণ করবেন।  ফ্যাট এডাপটেশন করবেন। নিয়মিত ব্যায়াম করবেন। তারা তাদের খাদ্যতালিকায় গ্রিন টি রাখতে পারেন। এটি এক্ষেত্রে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে। প্রতিদিন ২/৩ কাপ খেতে পারেন।

ওজন কমাতে টক দই খাওয়ার নিয়ম

টক দই দিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়ো, কাঁচা মরিচ কুচি, চাট মসলা এবং বেশি করে টক দই একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন রায়তা। ওজন কমাতে সাহায্য করবে এই খাবার। হাল্কা ভেজে বাদামের সাথে মিশিয়ে খেতে পারেন। খাবার শেষে এমনিতেই কয়েক চামচ খেতে পারেন।

ওজন কমাতে

ওজন কমাতে হাঁটার নিয়ম

হাঁটবেন সকালের দিকে। সন্ধ্যার পরে হাঁটবেন না। হাঁটার শুরুতে ১০ মিনিট ওয়ার্ম আপ করে নিবেন। হাঁটা শেষে ৫ মিনিট ওয়ার্ম আপ করবেন। হাঁটবেন দ্রুত গতিতে। কারও সাথে নয় একা একা হাঁটবেন। প্রতিদিন ৩০- ৪০ মিনিট হাঁটবেন।

ওজন কমাতে ইসবগুলের ভুসি খাওয়ার নিয়ম

ইসবগুলের ভুসি খাবারের শেষে খাবেন। এর সাথে চিয়া সিড মিশিয়ে একসাথে খেতে পারেন। ওজন কমানোর টার্গেটে না পৌঁছানো পর্যন্ত চিনি বা মধু মিশাবেন না।

ওজন কমাতে কালোজিরা খাওয়ার নিয়ম

কালজিরার তেল খাবেন। যখন কোন মিল খাবেন। খাবারের ঠিক মাঝখানে ৪ মিলি কালোজিরা তেল খেয়ে নিবেন। প্রতিদিন একবার। এটা ওজন দ্রুত কমাতে সাহায্য করবে।

ওজন কমাতে প্রথমে ফ্যাট এডাপটেশন – জার্নি (এক) লেখাটি বুঝতে পেরেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানান। কোন কিছু জানতে চাইলে প্রশ্ন করুন আমরা উত্তর দিব।
সেলিম হোসেন – ২২/০১/২০২৪ ইং
Information source : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.

0 thoughts on “ওজন কমাতে করনীয় প্রথমে ফ্যাট এডাপটেশন – জার্নি (এক) – Weight loss journey step 1

  1. Pingback: ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে, সুস্থও থাকবেন। 1. Diabetes will be cured. 2. Stay healthy. - OVIZAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *